• মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪২৯
পুনর্বিবেচনার আবেদন টিআইবির

লোগো ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-টিআইবি

সংরক্ষিত ছবি

আইন-আদালত

ডিজিটাল আইন

পুনর্বিবেচনার আবেদন টিআইবির

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ২৭ সেপ্টেম্বর ২০১৮

ডিজিটাল নিরাপত্তা আইন, ২০১৮তে স্বাক্ষর না করে জাতীয় সংসদে ফেরত পাঠাতে রাষ্ট্রপতির কাছে আবেদন করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-টিআইবি। গতকাল বুধবার ‘আন্তর্জাতিক তথ্য জানার অধিকার দিবস ২০১৮’ উপলক্ষে আয়োজিত মানববন্ধনে অংশ নিয়ে এ তথ্য জানান সংস্থার নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। 

আগামীকাল ২৮ সেপ্টেম্বর আন্তর্জাতিক তথ্য জানার অধিকার দিবস। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) অনুষ্ঠিত মানববন্ধনে ‘ডিজিটাল নিরাপত্তা আইন, ২০১৮’-কে ‘কালো আইন’ আখ্যা দিয়ে ইফতেখারুজ্জামান বলেন, আমরা আইনটি পুনর্বিবেচনা করতে সংসদে ফেরত পাঠানোর জন্য মহামান্য রাষ্ট্রপতির কাছে আবেদন জানিয়েছি।

টিআইবির নির্বাহী পরিচালক বলেন, আইনটি দেশে গণতন্ত্র বিকাশের পথে বিরাট প্রতিবন্ধক হয়ে দাঁড়াবে। মানুষের মৌলিক অধিকার হরণ করবে। ডিজিটাল নিরাপত্তার নামে সকল নাগরিকের মধ্যে নিরাপত্তাহীনতাবোধ সৃষ্টি করবে। স্বল্পমেয়াদে সরকারের জন্য উপযোগী বিবেচনা করা হলেও দীর্ঘমেয়াদে ও চূড়ান্ত বিবেচনায় আইনটি বুমেরাং বা আত্মঘাতী প্রতীয়মান হবে।

‘সংবিধানে প্রদত্ত ক্ষমতাবলে আইনটিতে এ পর্যায়ে সম্মতি প্রদান না করে বিতর্কিত ও ঝুঁকিপূর্ণ ধারাসমূহ পুনর্বিবেচনা করার জন্য যেন সংসদে ফেরত পাঠানো হয়। সংশ্লিষ্টজনের মতামত সাপেক্ষে আইনটি সংশোধন করা হয়।’ যোগ করেন তিনি। 

আন্তর্জাতিক তথ্য জানার অধিকার দিবস উপলক্ষে অনুষ্ঠিত মানববন্ধনে টিআইবির কর্মীরা ছাড়াও টিআইবির অনুপ্রেরণায় ঢাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের তরুণ শিক্ষার্থীদের নিয়ে গঠিত ইয়েস গ্রুপের সদস্যরা অংশ নেন।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads