• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪২৯
চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধে লিগ্যাল নোটিশ

চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধে লিগ্যাল নোটিশ

প্রতীকী ছবি

আইন-আদালত

চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধে লিগ্যাল নোটিশ

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ৩০ জানুয়ারি ২০১৯

সরকারি হাসপাতাল ও মেডিকেল কলেজের ডাক্তারদের চেম্বারে প্রাইভেট রোগী দেখা বন্ধে লিগ্যাল নোটিস দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার সুপ্রিম কোর্ট বারের অ্যাডভোকেট আবদুস সাত্তার পাঠান এ নোটিশ দেন। নোটিশটি গতকালই স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সচিব, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) সভাপতি এবং বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতির ঠিকানায় রেজিস্টার্ড ডাকযোগে পৌঁছানো হয়েছে। 

নোটিশ সম্পর্কে আবদুস সাত্তার পাঠান বলেন- ‘ব্যক্তিগত চেম্বারে চিকিৎসক, সরকারি হাসপাতালে রোগীর মৃত্যু’ শীর্ষক শিরোনামের প্রতিবেদন উদ্ধৃত করে প্রতিকার চাওয়া হয়েছে নোটিশে। প্রাপ্তির ২৪ ঘণ্টার মধ্যে জবাব না দিলে আইনি পদক্ষেপ গ্রহণের হুশিয়ারি দেওয়া হয়েছে। নোটিশে বলা হয়, সরকারি চিকিৎসকদের থেকে চিকিৎসা পাওয়া প্রতিটি নাগরিকের সাংবিধানিক অধিকার। কিন্তু সম্প্রতি নিজ কর্মস্থল সরকারি হাসপাতাল রেখে অনেক ডাক্তার তার ব্যক্তিগত চেম্বারে চিকিৎসা দিচ্ছেন। সরকারি হাসপাতালের কর্মঘণ্টা চলাকালে সরকারি ডাক্তারদের এমন অসদাচরণ আইনের দৃষ্টিতে অপরাধ। তাই সরকারি ডাক্তারদের প্রাইভেট প্রাকটিস বন্ধে পদক্ষেপ নিতে বলা হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads