• বুধবার, ১৫ মে ২০২৪, ১ জৈষ্ঠ ১৪২৯
রেকর্ডসংখ্যক পদক পাচ্ছে পুলিশ

রেকর্ডসংখ্যক পদক পাচ্ছে পুলিশ

প্রতীকী ছবি

জাতীয়

রেকর্ডসংখ্যক পদক পাচ্ছে পুলিশ

  • আজাদ হোসেন সুমন
  • প্রকাশিত ৩০ জানুয়ারি ২০১৯

সাহসিকতা, বীরত্বপূর্ণ অবদান এবং সেবামূলক কাজের জন্য এবার রেকর্ডসংখ্যক পদক পাচ্ছেন পুলিশ বাহিনীর সদস্যরা। ২০১৭ সালে ১৩২ এবং ২০১৮ সালে ১৮২ জন এই পদক পেলেও এবার পদক পাচ্ছেন ৩৪৯ জন। রাষ্ট্রপতির আদেশক্রমে গতকাল মঙ্গলবার উপসচিব ফারজানা জেসমিন স্বাক্ষরিত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রধানমন্ত্রী আগামী ৪ ফেব্রুয়ারি পদকপ্রাপ্ত কর্মকর্তাদের হাতে পদক তুলে দেবেন।

প্রকাশিত তালিকা অনুসারে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) পেয়েছেন ৪০ জন, রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) পেয়েছেন ৬২ জন। আর গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, সততা, কর্মনিষ্ঠার জন্য বাংলাদেশ পুলিশ (বিপিএম) সেবা পদক ১০৪ জন এবং ১৩৪ জনকে রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) সেবা পদক দেওয়া হচ্ছে।

বাংলাদেশ পুলিশ পদক যারা পেলেন : মরহুম জালাল উদ্দিন ইন্সপেক্টর পল্লবী জোনাল টিম, মরহুম কনস্টেবল শামীম মিয়া, ডিএমপি ঢাকা, বেনজির আহমেদ র্যাব মহাপরিচালক, আছাদুজ্জামান মিয়া ডিএমপি কমিশনার, মো. মনিরুল ইসলাম অতিরিক্ত পুলিশ কমিশনার ডিএমপি, এবিএম মাসুদ হোসেন পুলিশ সুপার কক্সবাজার, প্রলয় কুমার জোয়ার্দার উপপুলিশ কমিশনার ডিএমপি ঢাকা, মো. আনোয়ার হোসেন উপমহাপরিদর্শক পুলিশ সদর দফতর, কর্নেল মোহাম্মদ আনোয়ার লতিফ খান সাবেক অতিরিক্ত মহাপরিচালক র্যাব, কর্নেল মোহাম্মদ জাহাঙ্গির আলম র্যাব, মো. আসাদুজ্জামান অতিরিক্ত ডিআইজি ঢাকা রেঞ্জ, লে. কর্নেল মো. মাহবুব আলম ভারপ্রাপ্ত পরিচালক অপস, আবদুল কাহার আকন্দ অতিরিক্ত ডিআইজি সিআইডি, ডিআইজি আতিক ইসলাম অধিনায়ক র্যাব-৮, মোজাম্মেল হক অতিঃ ডিআইজি/অধিনায়ক র্যাব-৩, আবদুর রকিব উপ-পুলিশ কমিশনার ডিএমপি ঢাকা, এবিএম মাসুদ হোসেন, পুলিশ সুপার কক্সবাজার, প্রলয় কুমার জোয়ারদার, উপপুলিশ কমিশনার (ডিএমপি), মো. আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ কমিশনার ডিএমপি, মেজর নাঈম আবদুল্লাহ (র্যাব), মেজর মেহেদি হাসান (র্যাব-৭), স্কোয়াড্রন লিডার শাফায়াত জামিল ফাহিম, উপ-অধিকনায়ক, (র্যাব-৭), মো. জাহাঙ্গীর আলম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিএমপি), মো. নূরে আলম, অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সদর দপ্তর), এমএম জাহাঙ্গীর হাছান, সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (ডিএমপি), মো. শাহাদাত হোসেন সুমা, সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (ডিএমপি), সৈয়দ গোলাম মাওলা, (ইন্সপেক্টর সিআইডি), প্রদীপ কুমার দাশ, ওসি টেকনাফ মডেল থানা (কক্সবাজার), মো. নূর-এ আলম সিদ্দিকী, ইন্সপেক্টর ডিবি (বগুড়া),  মো. শাহজাহান ওসি সন্দীপ থানা (চট্টগ্রাম),  এসআই মো. শহিদুল ইসলাম মোল্লা গাজীপুর জেলা, এএসআই বিকাশ চন্দ্র দে সদর মডেল থানা (মৌলভীবাজার), এসআই মো. ওহিদুল ইসলাম সদর থানা (চুয়াডাঙ্গা), ওয়ারেন্ট অফিসার মো. মোকাররম হোসেন খান র্যাব-১১ (মুন্সীগঞ্জ), এএসআই মো. রুহুল আমিন জেলা গোয়েন্দা শাখা (বগুড়া), ল্যান্স কর্পোরাল মো. শহিদুল ইসলাম র্যাব-৭ (চট্টগ্রাম), ল্যান্স নায়েক সাফায়েত হোসেন র্যাব-১১ (মুন্সীগঞ্জ), কনস্টেবল মো. সোহরাব হোসেন সিডিআইডি (ঢাকা), কনস্টেবল মো. রাসেল মিয়া, কোতোয়ালি থানা সিএমপি (চট্টগ্রাম), সৈনিক মো. আরিফুল ইসলাম র্যাব-৭ (চট্টগ্রাম), কনস্টেবল মো. মমিনুল ইসলাম ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, কনস্টেবল মো. ইব্রাহিম ইসলাম সুফন পুলিশ লাইন্স (এসএমপি),  মো. মইনুল রহমান চৌধুরী অতিরিক্ত আইজি, মীর শহীদুল ইসলাম অতিরিক্ত আইজি, শফিকুল ইসলাম অতিরিক্ত আইজি, মো. ইকবাল বাহার অতিরিক্তি আইজি, মোশাররফ হোসেন ডিআইজি, চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ডিআইজি, মো. কামরুল আহসান ডিআইজি, খোন্দকার গোলাম ফারুক ডিআইজি, মো. শফিকুল ইসলাম ডিআইজি, আবু হাসান মো. তারিক ডিআইজি, বনজ কুমার মজুমদার ডিআইজি, গোলম কিবরিয়া পুলিশ কমিশনার (এসএমপি), ড. হাসানুল হায়দার ডিআইজি, মো. হুমায়ুন কবির ডিআইজি, ওয়াই এম বেলালুর রহমান পুলিশ কমিশনার (গাজীপুর মহানগর পুলিশ), মো. মাহবুবুর রহমান পুলিশ কমিশনার (সিএমপি), ব্যারিস্টার মো. হারুনুর রশিদ ডিআইজি,  মীর রেজাউল আলম অতিরিক্তি পুলিশ কমিশনার ডিএমপি, মো. আলী মিয়া ডিআইজি, দেবদাস ভট্টাচার্য ডিআইজি, মো. আব্দুল আলিম মাহমুদ, পুলিশ কমিশনার রংপুর মহানগর পুলিশ, কৃষ্ণপদ রায় অতিরিক্তি পুলিশ কমিশনার (ডিএমপি), এ কে এম হাফিজ আক্তার পুলিশ কমিশনার (আরএমপি), ড. খন্দকার মহিদ উদ্দিন ডিআইজি,  মো. আব্দুল বাতেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিএমপি), চৌধুরী মঞ্জুরুল কবির অধিনায়ক (র্যাব-৪), মো. কামরুজ্জামান খান, অধিনায়ক র্যাব-১০, আমিনুল ইসলাম অ্যাডিশনাল ডিআইজি, নাজমু আলম যুগ্ম পুলিশ কমিশনার (ডিএমপি), ইমাম হোসেন যুগ্ম পুলিশ কমিশনার (ডিএমপি), মো. মনির হোসেন, যুগ্ম পুলিশ কমিশনার (ডিএমপি), এ কে এম নাহিদুল ইসলাম অতিরিক্ত ডিআইজি, মো. মনিরুজ্জামান অতিরিক্তি ডিআইজি, সরদার রকিবুল ইসলাম অতিরিক্ত পুলিশ কমিশনার (কেএমপি), জয়দেব কুমার ভদ্র অতিরিক্ত ডিআইজি (সিলেট রেঞ্জ), মো. মাহবুব আলম যুগ্ম পুলিশ কমিশনার (ডিএমপি), কমান্ডার মোহাম্মদ মুফতি মাহমুদ খান (ট্যাজ) র্যাব, মো. সারওয়ার-বিন-কাশেম অধিনায়ক (র্যাব-১), লে. কর্নেল মো. আনোয়ার উজ জামান অধিনায়ক (র্যাব-২), লে. কর্নেল মো. এমরানুল হাসান অধিনায়ক (র্যাব-৩), লে. কর্নেল মোহাম্মদ মাহবুবুল আলম অধিনায়ক (র্যাব-৫). লে. কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ অধিনায়ক (র্যাব-৯), লে. কর্নেল মোহাম্মদ এফতেখার উদ্দিন অধিনায়ক (র্যাব-১৪), উইং কমাঃ হাসান ইমন আল রাজীব অধিনায়ক (র্যাব-৬), উইং কমাঃ মো. আব্দুল আহাদ অধিকায়ন (র্যাব-১২), কমান্ডার রাসেল আহমেদ কবীর অধিনায়ক (র্যাব-১১), মো. সাজ্জাদুর রহমান পুলিশ সুপার (সাতক্ষীরা), মিরাজ উদ্দিন আহম্মেদ পুলিশ সুপার (নরসিংদী), শাহ মিজান শাফিউর রহমান এসপি (ঢাকা), মো. বরকতুল্লাহ খান এসপি (সুনামগঞ্জ), মোহাম্মদ তবারক উল্লাহ এডিশনাল এসপি (৯৯৯), মোল্যা নজরুল ইসলাম এসএসপি (সিআইডি), জিহাদুল কবির এসপি (চাঁদপুর), মঈনুল হক এসপি (যশোর), মো. ইলিয়াছ শরীফ এসপি (নোয়াখালী), নুরে আলম মিনা এসপি (চট্টগ্রাম), মো. আনোয়ার হোসেন খান এসপি (ব্রাহ্মণবাড়িয়া), মো. শাহ আবিদ হোসেন এসপি (ময়মনসিংহ), সাঈদ তারিকুল হাসান এআইজি (পুলিশ সদরদপ্তর), টুটুল চক্রবর্তী এসপি (সিরাজগঞ্জ), মো. মারুফ হোসেন সরদার ডিসি (ডিএমপি), মো. সাইফুল ইসলাম এসপি (বরিশাল), সৈয়দ নুরুল ইসলাম এসপি (কুমিল্লা), মো. আনিসুর রহমান এআইজি (পুলিশ হেডকোয়ার্টার্স), মোহাম্মদ হারুন অর রশীদ এসপি (নারায়ণগঞ্জ),  শেখ রফিকুল ইসলাম পুলিশ সুপার (পাবনা), মো. মাশরুকুর রহমান খালেদ এসপি (কিশোরগঞ্জ), জয়দেব চৌধুরী এসপি নেত্রকোনা, বিপ্লব কুমার সরকার ডিসি (তেজগাঁও, ডিএমপি), মোহাম্মদ রাশিদুল ইসলাম খান এসপি (এপিবিএন), এ এফ এম আনজুমান কালাম এআইজি (পুলিশ হেডকোয়ার্টার্স), মো. মিজানুর রহমান এসএসপি (এসবি),  মো. দেলোয়ার হোসেন এসপি (জামালপুর), মোহাম্মদ আনোয়ার হোসেন ডিসি (মতিঝিল), খোন্দকার নুরুন্নবী ডিসি-ডিবি পূর্ব (ডিএমপি), আবদুল মান্নান মিয়া এসপি (গাইবান্ধা),  এস এম মেহেদী হাসান ডিসি (দ. চট্টগ্রাম), আবিদা সুলতানা এআইজি (পুলিশ কেডকোয়ার্টার্স), সঞ্জিত কুমার রায় পুলিশ সুপার (টাঙ্গাইল), সৈয়দ আবু সায়েম পুলিশ সুপার (দিনাজপুর), মো. আলিমুজ্জামান ডিসি (ডিএমপি), মোহাম্মদ মোখলেছুর রহমান ডিসি ডিবি (প. ডিএমপি), মো. শহিদুল্লাহ এসপি (রাজশাহী), সুদীপ কুমার চক্রবর্ত্তী ডিসি (ডিএমপি), এস এম শফিউল্লাহ এসপি (খুলনা), মোহাম্মদ মাহফুজুর রহমান আল-মামুন এসপি (পুলিশ হেডকোয়ার্টার্স), মীর আবু তৌহিদ এসপি (পুলিশ হেডকোয়ার্টার্স), কাজী শফিকুল আলম ডিসি (ডিএমপি), মো. মাসুদ আলম স্টাফ অফিসার টু আইজিপি, ইসতিয়াক উর রশিদ অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সদর দপ্তর), মো. জাহিদুল হক তালুকদার এডিসি (ডিএমপি), মো. শাকিল আহমেদ এডিশনাল এসপি (র্যাব), দেবাশীষ দাশ এডিশানাল এসপি, এস এম শিবলী নোমান এডিসি (ডিএমপি), সৈয়দ মামুন মোস্তফা সহকারী পুলিশ কমিশনার (ডিএমপি), মো. ফজলুর রহমান সহকারী পুলিশ কমিশনার (ডিএমপি), শ্যামল চৌধুরী এএসপি (র্যাব), সৈয়দ রুহুল ইসলাম এএসপি, মাজাহারুল ইসলাম ওসি তেজগাঁও (ডিএমপি), শেখ মোস্তাফিজুর রহমান ওসি মোবাইল মনিটরিং সেল (এসবি), মো. সোহেল রেজা ইন্সপেক্টর (এসবি), মোছা. শবনব সুলতানা এসআই তেজগাঁও থানা।

রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন যারা : লে. কর্নেল মিফতাহ আহমদ অধিনায়ক (র্যাব-৭), মো. আরিফুর রহমান মন্ডল অ্যাডিশনাল এসপি (বগুড়া), মুহম্মদ আবদুর রকিব এডিসি (বিএমপি),  মেজর মো. ফিরোজ কবীর (র্যাব), মেজর মো. রেজাউর রহমান (র্যাব), স্কোয়াড্রন লিডার মো. রাব্বি হাসান (র্যাব), স্কোয়াড্রন লিডার মোহাম্মদ সাঈদ আব্দুল্লাহ আল-মুরাদ (র্যাব-৫), লে. কমান্ডার মো. তৌফিকুর রহমান (র্যাব), মেজর মোহাম্মদ আলী (র্যাব-২), মেজর আশিক বিল্লাহ (র্যাব-১১), মেজর আরমিন রাব্বি (র্যাব-১৩), মেজর সোহেল রানা প্রিন্স (র্যাব-১৩), এএএম হুমায়ুন কবীর এডিসি (ডিবি পশ্চিম সিএমপি), শম্পা রাণী সাহা এডিশনাল এসপি (চট্টগ্রাম), মোহাম্মদ ফখরুজ্জামান জুয়েল এডিশনাল এসপি (নেত্রকোনা), মো. আহমেদুল ইসলাম এডিসি (ডিএমপি), মো. গোলাম সাকলায়েন এডিসি (ডিএমপি), মো. একরামুল হক সহকারী পুলিশ কমিশনার (আরএমপি), লে. মির্জা শাহেদ মাহতাব (র্যাব-৭), ভাস্কর সাহা এসি কেএমপি, মোহাম্মদ মঈনুল ইসলাম সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (সিএমপি), এ বি এম মুজাহিদুল ইসলাম সিনিয়র এএসপি (র্যাব), মোহাম্মদ নাজমুল হাসান রাজিব সিনিয়র এএসপি (র্যাব), মো. মাহবুব-উর-রশিদ সহকারী পুলিশ কমিশনার (ডিএমপি), মো. আসলাম আলী ইন্সপেক্টর ডিবি (বগুড়া), মোহাম্মদ শাহ কামাল আকন্দ জেলা গোয়েন্দা (ময়মনসিংহ), মো. হুমায়ুন কবির ইন্সপেক্টর (ডিএমপি), মো. আমিনুল ইসলাম ইন্সপেক্টর (ডিএমপি), আজিজুল হক মিঞা ইন্সপেক্টর (ডিএমপি), মোহাম্মদ মুমিন খান ইন্সপেক্টর (ডিএমপি), সাব্বির আশিকুল আলম চৌধুরী ইন্সপেক্টর (সিএমপি), মো. ফরিদ উদ্দিন খন্দকার ওসি (কক্সবাজার মডেল থানা), আবুল কালাম ওসি তদন্ত (সাটুরিয়া থানা), মো. গিয়াস উদ্দিন ইন্সপেক্টর জেলা গোয়েন্দা (নারায়ণগঞ্জ), এসআই মোহাম্মদ হাবিবুর রহমান (জগন্নাথপুর থানা), এসআই জিয়াউর রহমান ছাতিয়াইন পুলিশ তদন্ত কেন্দ্র (হবিগঞ্জ), এসআই জাকির হোসাইন যাত্রাবাড়ী থানা (ডিএমপি), এসআই আমিনুল ইসলাম সিটিটিসি (ডিএমপি), সার্জেন্ট এসএস শিহাব মামুন, ট্রাফিক দক্ষিণ বিভাগ (ডিএমপি), এসআই মো. শরিফুল ইসলাম (টেকনাফ মডেল থানা), এসআই রাজেশ বড়ুয়া শাহপুরী হাইওয়ে পুলিশ ফাঁড়ি, এসআই আ. গাফফার, জেলা গোয়েন্দা (নরসিংদী), এসআই মো. মনিরুজ্জামান মোল্লা (আশুলিয়া থানা), এসআই কামরুল হাসান (ফতুল্লা মডেল থানা), এসআই রাসেল আহমেদ (সিদ্দিরগঞ্জ থানা), এসআই নিউটন কুমার দত্ত (সিআইডি), এসআই মো. মিন্টু মিয়া (জেলা গোয়েন্দা বগুড়া), এসআই টিপু আলম (ডিএমপি), এসআই আবদুল মালেক (পাঁচলাইশ মডেল থানা), নায়েক মো. মেহেদী হাসান (ডিএমপি), কনস্টেবল আজিজুল শেখ (গোপালগঞ্জ), কনস্টেবল মো. নূরুল ইসলাম (গোপালগঞ্জ), কনস্টেবল মো. মাসুদ রানা (ডিএমপি), কনস্টেবল মো. ইমন হোসেন (ডিএমপি) কনস্টেবল মোশাররফ হোসেন (ডিএমপি), কনস্টেবল রনি মিয়া (ডিএমপি), কনস্টেবল আল আমিন (ডিএমপি), কনস্টেবল লেবু মিয়া (ডিএমপি), কনস্টেবল মিখায়েল মন্ডল (ডিএমপি) কনস্টেবল রবিউল হাসান রানা (ডিএমপি), কনস্টেবল সাইফুল ইসলাম (র্যাব-৭)।

রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম সেবা) : মাহবুব হোসেন ডিআইজি (এসবি), মো. দিদার আহমেদ (ডিআইজি), জামিল আহমেদ (ডিআইজি), আতিকুল ইসলাম (ডিআইজি), এম খুরশীদ হোসেন  (ডিআইজি), হাবিবুর রহমান (ডিআইজি), মোহাম্মদ শাহজাহান (এসপি),  মো. ইকবাল হোসেন (এসপি), এসএম মোস্তাক আহমেদ খান (ডিসি), টিএম মোজাহিদুল ইসলাম (পুলিশ সুপার), মো. জাকির হোসেন খান (এসপি), মোহা. মনিরুজ্জামান (এসপি), মো. মাহবুবুর রহমান (এসপি), মো. মেহেদুল করিম (এসপি), মো. গিয়াস উদ্দিন আহমদ (এসপি), মো. আলমগীর কবীর (এসপি),  মো. মনিরুজ্জামান (এসপি), সহেলী ফেরদৌস (এআইজি), রুমানা আক্তার (এসএসপি), মো. জোবায়েদুর রহমান (এসপি), মো. হামিদুল আলম (ডিসি),  মো. রশীদুল হাসান (এসপি), মুহাম্মদ সাইদুর রহমান খান (এসপি), শামসুন্নাহার (এসপি), সাইফুল্লাহ আল মামুন (এসপি), খান মুহাম্মদ রেজোয়ান (এসপি), মো. আসাদ উল্লাহ চৌধুরী (এসএসপি), মোহাম্মদ শাহ জালাল (এসপি), বিজয় বসাক (ডিসি), পবীর কুমার রায় (ডিসি), আ স ম মাহাতাব উদ্দিন (এসপি), মোহা. আহমার উজ্জামান (এসপি), ড. এএইচএম কামরুজ্জামান (ডিসি), মো. মিজানুর রহমান (এসপি), এসএম রশিদুল হক (এসপি), পংকজ চন্দ্র রায় (এসপি), মো. মোকতার হোসেন (এসপি), সুব্রত কুমার হালদার (এসপি), মো. মারুফ হোসেন (এসপি), মোহাম্মদ সালাম কবির (এসপি), মোহাম্মদ জায়েদু আলম (এসপি), ফারুক আহমেদ (এআইজি), মোহাম্মদ জাকির হোসেন মজুমদার (এসপি), মাসুদ আহাম্মদ (ডিসি), এসএম জাহাঙ্গীর আলম সরকার (এসপি), নাসিয়ান ওয়াজেদ (এআইজি), মো. ফারুক উল হক (ডিসি), মো. হাসানুজ্জামান (এসপি), মোহাম্মদ ফরিদ উদ্দিন (ডিসি), মোহাম্মদ জসিম উদ্দিন (এসপি), মুহাম্মদ আশরাফ হোসেন (এসপি), মোহাম্মদ মইনুল হাসান (এসপি), মোহাম্মদ ইব্রাহীম খান (ডিসি), মোহাম্মদ উল্লা (এসপি), আব্দুল্লাহ আল জহির (এসএসপি), রিফাত রহমান শামীম (এসপি), নেছার উদ্দীন আহমে (এআইজি), নাবিদ কামাল শৈবাল (ডিসি), মোহাম্মদ মোস্তাফিজুর রহমান (এসপি), মো. মঞ্জুরে আলম প্রামাণিক (এআইজি), আসমা সিদ্দিকা মিলি (এসপি), মোহাম্মদ আশিকুর রহমান (ডিসি), মোহাম্মদ জিয়াউর রহমান (এসপি), কাজী আশরাফুল আজীম (এসপি), এসএম তারভীর আরাফাত (এসপি), মোহাম্মদ খোরশেদ  আলম (এসপি), মো. ছাইদুল হাসান (এসপি),  মো. শহীদুল ইসলাম (এসপি), ডা. এস এম শহীদুল ইসলাম (এসপি), মো. আসাদুজ্জামান (এসপি), মো. শাহাদাত হোসেন (এসপি), মাছুম আহাম্মদ ভূঞা (এডিশনাল এসপি), এসএম আশরাফুল আলম (এডিশনাল এসপি), আ ফ ম আল কিবরিয়া (এডিসি), মোহাম্মদ সাঈদুর রহমান (এডিশনাল এসপি), এম নাজেম আহমেদ (এডিশনাল এসপি), আ ফ ম নিজাম উদ্দিন (এডিশনাল এসপি), মো. মাহবুব-উজ-জামান (এডিশনাল এসপি), মোহাম্মদ রাসেল শেখ (এডিশনাল এসপি), অশোক কুমার পাল (এডিশনাল এসপি), মোহাম্মদ নূরুল আমীন (এডিসি), এম এম মাহমুদ হাসান (এডিশনাল এসপি), এ এইচ এম শাহাদাত হোসাইন (এডিশনাল এসপি), সুশান্ত সরকার (এডিশনাল এসপি), মোহাম্মদ নূর আলম (এডিশনাল এসপি),  মাসুক মিয়া (এডিশনাল এসপি), সুদীপ্ত সরকার (এডিশনাল এসপি), মো. মোস্তফা কামাল (এডিশনাল এসপি), কাজী মাকসুদা লিমা (এডিশনাল এসপি), মো. আব্দুল্লাহিল কাফী (এডিসি), নূরানী ফেরদৌস দিশা (এডিশনাল এসপি), জ্যোতির্ময় সরকার (এডিসি), মো. মনিরুজ্জামান ফকির (সিনিয়র এএসপি), মো. মিজানুর রহমান (এডিশনাল এসপি), এসএ নেওয়াজী (এডিশনাল এসপি), মো. মিজানুর রহমান (সিনিয়র সহকারী পুলিশ কমিশনার), মো. বদরুল হাসান (সিনিয়র সহকারী পুলিশ কমিশনার), আহসানুজ্জামান (সিনিয়র সহকারী পুলিশ কমিশনার), মোহাম্মদ মাহমুদুল ইসলাম তালুকদার (সিনিয়র সহকারী পুলিশ কমিশনার), মো. নাজিম উদ্দিন আল আজাদ (সিনিয়র সহকারী পুলিশ সুপার), কাজী শাহনেওয়াজ (সিনিয়র সহকারী পুলিশ সুপার), মো. আবু নোমান (সিনিয়র সহকারী পুলিশ সুপার), ইশতিয়াক আহমেদ (সিনিয়র সহকারী পুলিশ কমিশনার), মিশু বিশ্বাস (সিনিয়র সহকারী পুলিশ কমিশনার), সাইদ নাসিরুল্লাহ (সিনিয়র সহকারী পুলিশ কমিশনার), মোহাম্মদ আবু তাহের (সহকারী পুলিশ সুপার), ইসরাত জাহান (সহকারী পুলিশ সুপার), ফারহানা ইয়াসমিন (সহকারী পুলিশ সুপার), সুমন কুমার দাস (সহকারী পুলিশ সুপার), মো. মোস্তফা মঞ্জুর (সহকারী পুলিশ সুপার), মো. জালাল উদ্দিন (সহকারী পুলিশ সুপার), আবু মাহ্রূফ মো. শাহানুর (সহকারী পুলিশ সুপার), মোহাম্মদ হাবিবুর রহমান (ইন্সপেক্টর), একেএম সাহাবুদ্দিন শাহীন (ইন্সপেক্টর), একেএম দৌলত আকবর (ইন্সপেক্টর), মোহাম্মদ আমিনুর রশিদ (ইন্সপেক্টর), মোহাম্মদ আাাবুল বাসার (ইন্সপেক্টর), মো. আশিকুর রহমান (ইন্সপেক্টর), মোহাম্মদ নেজাম উদ্দীন (ইন্সপেক্টর), এম সাইফুল ইসলাম খালিদ (ইন্সপেক্টর), মো. জামাল উদ্দিন মীর (ইন্সপেক্টর), মো. পারভেজ ইসলাম (ইন্সপেক্টর), মো. মশিউর রহমান (ইন্সপেক্টর), মো. নূরে আযম মিয়া (ইন্সপেক্টর), মো. নূরুল মোত্তাকিন (ইন্সপেক্টর), মো. আবু হাসান কবির (ইন্সপেক্টর), মো. আবুল কাশেম (ইন্সপেক্টর), মো. আব্দুল মজিদ (ইন্সপেক্টর), এসআই মহিউদ্দিন (এসবি),  এসআই মো. আনিসুর রহমান (আইসিটি), এসআই মো. আনোয়ার হোসেন (সিংগাইর থানা), এসআই রুপণ কুমার সরকার (নরসিংদী জেলা গোয়েন্দা), এসআই মো. আবু আব্দুল্লাহ জাহিদ (জেলা গোয়েন্দা চাঁপাইনবাবগঞ্জ), এসআই মো. মমিনুল ইসলাম (ওসমানীনগর থানা), হাবিলদার মো. আফতাবুজ্জামান (র্যাব), এএসআই শাহ আলম (এলআইসি), এএসআই মো. কামরুল ইসলাম (এলআইসি), এএসআই মো. সুমন (পিটিসি নোয়াখালী), কনস্টেবল মো. শামসুজ্জামান (টাঙ্গাইল), কর্পোরাল মো. মামুনুর রশীদ (র্যাব), কনস্টেবল মো. রেজাউল করিম (এলআইসি), কনস্টেবল মো. আলমগীর হোসেন (এলআইসি)।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads