• রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জৈষ্ঠ ১৪২৯
কালিহাতীতে ছয় ব্যবসায়ীকে জরিমানা

প্রতিনিধির পাঠানো ছবি

আইন-আদালত

ভ্রাম্যমাণ আদালতের অভিযান

কালিহাতীতে ছয় ব্যবসায়ীকে জরিমানা

  • কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি 
  • প্রকাশিত ২১ মার্চ ২০২০

প্রাণগাতি করোনা ভাইরাসকে পুঁজি করে টাঙ্গাইলের কালিহাতীতে পেয়াজের দাম বেশি নেওয়ায় ও মূল্য তালিকা না থাকায় ছয় ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

আজ শনিবার ( ২১ মার্চ ) নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শাহরিয়ার রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

যে সকল ব্যবসায়ীর কাছ থেকে জরিমানা আদায় করা হয়েছে এদের মধ্যে উপজেলার এলেঙ্গা কাঁচা বাজারে পাইকারি পেয়াজ ব্যবসায়ী মফিজুলের কাছ থেকে ১০ হাজার টাকা এবং মূল্য তালিকা না থাকায় এলেঙ্গা বাসস্ট্যান্ড বাজারের ব্যবসায়ী তোফাজ্জল হোসেন, শফিকুল ইসলাম, সাইফুল ইসলাম, মাসুদ ও আনিছুর রহমানের কাছ থেকে ৫ হাজার টাকা করে জরিমানা আদায় করা হয়েছে।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) শাহরিয়ার রহমান বলেন, প্রাণগাতি করোনা ভাইরাসকে পুঁজি করে অসাধু ব্যবসায়ীরা নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বাড়িয়ে নিচ্ছেন এমন অভিযোগের ভিত্তিতে এলেঙ্গা বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করে ৬ ব্যবসায়ীর কাছ থেকে ৩৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে । দ্রব্যে মূল্যের দাম স্বাভাবিক রাখতে এ ধরণের অভিযান চলমান থাকবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads