• রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জৈষ্ঠ ১৪২৯
পাইকগাছায় ৯ ব্যবসায়ীকে জরিমানা

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার জুলিয়া সুকায়না

প্রতিনিধির পাঠানো ছবি

আইন-আদালত

ভ্রাম্যমাণ আদালতের অভিযান

পাইকগাছায় ৯ ব্যবসায়ীকে জরিমানা

  • পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
  • প্রকাশিত ২১ মার্চ ২০২০

পাইকগাছায় করোনাকে ইস্যু করে কোন ব্যবসায়ীরা নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়াতে না পারে এ জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন হাট-বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।

আজ শনিবার সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার জুলিয়া সুকায়নার নেতৃত্বে পাইকগাছা পৌর সদর ও কপিলমুনি বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

এ সময় মূল্য তালিকা না থাকায় ও অতিরিক্ত মূল্য নেওয়ার অভিযোগে পৌর বাজরের মুদি ব্যবসায়ী হেলাল হোসেনকে ১ হাজার, ছাত্তার গাজীকে ১ হাজার ৫শ, রওনাকুল ইসলামকে ১ হাজার ৫শ ও চাউল ব্যবসায়ী হৃদয় কুমার দাশকে ৫ হাজার, কপিলমুনি বাজারের চাউল ব্যবসায়ী রবি সাধুকে ৫ হাজার, কামরুল ইসলামকে ৩ হাজার, গোপাল সাধুকে ১ হাজার ৫শ, লক্ষ্মী সাধুকে ৩ হাজার ও কীটনাশক ব্যবসায়ী গোপাল সাধুকে ১ হাজার ৫শ সহ ৯ অসাধু ব্যবসায়ীকে ২৩ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় দ্রব্য মূল্যের বাজার স্বাভাবিক রাখতে অতিরিক্ত দাম না বাড়ানোর জন্য এবং মজুদ করে সংকট সৃষ্টি না করার জন্য ব্যবসায়ীদের সতর্ক করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আরাফাতুল আলম, উপজেলা স্যানেটারী ইন্সপেক্টক উদয় কুমার মন্ডল, পেশকার দীপংকর প্রসাদ মল্লিক ও সার্ভেয়ার সাকিরুল ইসলাম। অপরদিকে কপিলমুনিতে সৌদি আরব ফেরত এবং পৌরসভার সরল গ্রামের দুবাই ফেরত দুই ব্যক্তিকে ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকার জন্য প্রশাসনের পক্ষ থেকে কঠোর নির্দেশনা প্রদান করা হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads