• বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জৈষ্ঠ ১৪২৯
মাইক্রোবাসে অবৈধভাবে যাত্রী পরিবহনের দায়ে জরিমানা 

প্রতিনিধির পাঠানো ছবি

আইন-আদালত

মাইক্রোবাসে অবৈধভাবে যাত্রী পরিবহনের দায়ে জরিমানা 

  • কেরানীগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত ০১ এপ্রিল ২০২০

ঢাকা-মাওয়া মহাসড়কে অবৈধভাবে মাইক্রোবাসে যাত্রী পরিবহনের দায়ে দুটি মাইক্রোবাসকে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।

আজ বুধবার সকাল ১১ টায় দক্ষিণ কেরানীগঞ্জের তেঘরিয়া নতুন রাস্তা (ঢাকা-মাওয়া) সংযোগ রোডে অবৈধভাবে যাত্রী পরিবহন করায় দুটি মাইক্রোবাসকে দুই হাজার করে সর্বমোট ৪ হাজার টাকা জরিমানা করেন কেরানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসান সোহেল।

নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, কেউ যদি সংক্রমণ রোগের বিস্তারে অবহেলা জনিত কারণে কিংবা বিদ্বেষমূলক ভাবে কোন কার্য করেন, যেমন অকারণে বাসা থেকে বের হন কিংবা সরকারি আদেশ অমান্য করে দোকানপাট খোলা রাখেন তাহলে দন্ডবিধি ১৮৬০ এর ১৮৮, ২৬৯ এবং ২৭০ ধারার বলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভ্রাম্যমান আদালতের অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি। ত্রাণ বিতরণে সমাজিক দূরত্ব অবশ্যই মেনে চলার আহ্বান করেন তিনি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads