• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
র‌্যাব-১০ এর পৃথক অভিযানে রাজধানীর কোতয়ালী এলাকা হতে ০২ জন চাঁদাবাজ গ্রেফতার

প্রতিনিধি পাঠানো ছবি

আইন-আদালত

র‌্যাব-১০ এর পৃথক অভিযানে রাজধানীর কোতয়ালী এলাকা হতে ০২ জন চাঁদাবাজ গ্রেফতার

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ০৫ নভেম্বর ২০২২

অদ্য ০৩ নভেম্বর ২০২২ খ্রিঃ তারিখ র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার কোতয়ালী থানাধীন বাদামতলী কাজী জিয়া উদ্দিন রোড এলাকায় একটি অভিযান পরিচালনা করে ট্রাক, লরি ও কাভার্ডভ্যানসহ বিভিন্ন পরিবহন হতে অবৈধভাবে চাঁদা আদায় করাকালীন ০১ জন চাঁদাবাজকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম মোঃ সুমন মিয়া (৩০) বলে জানা যায়। এসময় তার নিকট থেকে ০১টি মোবাইল ফোন ও আদায়কৃত চাঁদা- ৪৯০/-(চারশত নব্বই) টাকা উদ্ধার করা হয়

এছাড়া গতকাল ০২ নভেম্বর ২০২২ খ্রিঃ তারিখ উক্ত আভিযানিক দল রাজধানী ঢাকার কোতয়ালী থানাধীন বাবু বাজার এলাকায় অপর একটি অভিযান পরিচালনা করে ট্রাক, লরি ও কাভার্ডভ্যানসহ বিভিন্ন পরিবহন হতে অবৈধভাবে চাঁদা আদায় করাকালীন ০১ জন চাঁদাবাজকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম মোঃ সাদ্দাম হোসেন (৩০) বলে জানা যায়। এসময় তার নিকট থেকে ০১টি মোবাইল ফোন ও আদায়কৃত চাঁদা- ৭০০/- (সাতশত) টাকা উদ্ধার করা হয়

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা বেশ কিছুদিন যাবৎ কোতয়ালীসহ আশপাশের বিভিন্ন এলাকায় ট্রাক, লরি ও কাভার্ডভ্যানসহ বিভিন্ন পরিবহন হতে বিভিন্ন প্রকার ভয়ভীতি প্রদর্শন করে অবৈধভাবে জোরপূর্বক চাঁদা আদায় করে আসছিল।

গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads