• বুধবার, ১৫ মে ২০২৪, ১ জৈষ্ঠ ১৪২৯

বিবিধ

বছরের প্রথম সুপারমুন দেখা যাবে রবিবার

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২৭ মার্চ ২০২১

রাতের আকাশে বছরের প্রথম সুপারমুন দেখা যাবে আগামীকাল রবিবার। এদিন মধ্যরাতে আকাশে দেখা যাবে স্বাভাবিকের চেয়ে বেশ বড় আকারের চাঁদ।

নাসার এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে বলে জানিয়েছে আনন্দবাজার পত্রিকা।

রবিবার মধ্যরাতে পৃথিবীর সবচেয়ে কাছে চলে আসবে চাঁদ। ওই সময় পৃথিবীর দ্রাঘিমাংশ অনুযায়ী চাঁদ আর সূর্য থাকবে একে অন্যের ঠিক বিপরীতে।

নাসা আরও জানিয়েছে, রাতের আকাশে বেশ বড় আকারের চাঁদ দেখতে পাওয়ার সুযোগ মিলবে এবার টানা ৩ দিন ধরে। শনিবার গভীর রাত থেকে মঙ্গলবার পর্যন্ত।

এমন বড় আকারের চাঁদের নাম ‘সুপারমুন’ দেওয়া হয় ১৯৭৯ সালে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads