• রবিবার, ৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪২৯
ইউএসএইড প্রধান ঢাকায়  কক্সবাজার যাবেন আজ

ইউএসএইড লোগো

সংরক্ষিত ছবি

জাতীয়

ইউএসএইড প্রধান ঢাকায় কক্সবাজার যাবেন আজ

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ১৫ মে ২০১৮

রোহিঙ্গা পরিস্থিতি পর্যবেক্ষণে সোমবার ঢাকায় এসেছেন যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক সংস্থার (ইউএসএইড) প্রশাসক মার্ক গ্রিন। আজ মঙ্গলবার কক্সবাজারের রোহিঙ্গা শিবির পরিদর্শন করবেন তিনি।

ঢাকাস্থ মার্কিন সেন্টার জানিয়েছে, দুপুরের পর গ্রিনের সঙ্গে ঢাকায় পৌঁছান ইউএসএইডের এশিয়াবিষয়ক সিনিয়র উপসহকারী প্রশাসক গ্লোরিয়া স্টিল এবং মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংখ্যা, অভিবাসন ও শরণার্থীবিষয়ক উপসহকারী মন্ত্রী মার্ক স্টোরেলা।

মঙ্গলবার দুপুরে উখিয়ার কুতুপালং ও বালুখালী রোহিঙ্গা শিবির পরিদর্শন করবেন সফরকারীরা। এ সময় শরণার্থীদের সঙ্গে কথা বলার পাশাপাশি এনজিও-সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করবেন। বিকাল ৪টার দিকে বালুখালীতে ইউএসএইডের অর্থায়নে প্রতিষ্ঠিত বিশ্ব খাদ্য সংস্থার ব্লাঙ্কেট সাপ্লিমেন্টারি ফিডিং প্রোগ্রাম সেন্টারে গণমাধ্যমকর্মীদের সাক্ষাৎকার দেবেন গ্রিন। এ সময় বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটও সফরকারীদের সঙ্গে থাকবেন।

ঢাকাস্থ মার্কিন দূতাবাসের পাবলিক অ্যাফেয়ার্স অফিসার নিকোলাস প্যাপ জানান, বালুখালী শিবিরে অবস্থানকালীন রোহিঙ্গাদের বড় ধরনের সহায়তার ঘোষণা দেবেন গ্রিন। সফরে সরকারি কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করবেন তিনি। ঢাকায় নিযুক্ত কূটনীতিকদের সঙ্গে বৈঠক করতে পারেন বলেও জানা গেছে।

বাংলাদেশ সফরের পর মিয়ানমার যাবে ইউএসএইডের প্রতিনিধিদল। সেখানে সুশীল সমাজের প্রতিনিধি, তরুণ নেতা ও শিক্ষার্থীদের সঙ্গে বৈঠক করবেন গ্রিন। এ ছাড়া রাখাইন রাজ্যসহ মিয়ানমারের অন্যান্য অঞ্চলে সহিংসতা ও সঙ্কট চিহ্নিতকরণে প্রয়োজনীয় ধাপসমূহ আলোচনা করতে তিনি দেশটির প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। পরে ২১ থেকে ২২ মে ইউএসএইডের এশিয়া অঞ্চলের মিশন প্রধানদের সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় কৌশল বাস্তবায়ন বিষয়ে আলোচনার জন্য গ্রিন ব্যাংকক সফর করবেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads