• বুধবার, ১৫ মে ২০২৪, ১ জৈষ্ঠ ১৪২৯
ঈদের আগাম টিকেট বিক্রি শুরু

ঈদযাত্রার জন্য ট্রেনের অগ্রিম টিকেট কিনতে কমলাপুর রেলস্টেশনে মানুষের ভিড়

সংরক্ষিত ছবি

জাতীয়

ঈদের আগাম টিকেট বিক্রি শুরু

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ০১ জুন ২০১৮

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এবার ঢাকা ও চট্টগ্রামে রেলের অগ্রিম টিকিট বিক্রি আজ থেকে শুরু হচ্ছে।

সকাল ৮টা থেকে এই টিকিট বিক্রি শুরু হবে। স্টেশন থেকে একজন যাত্রী একসঙ্গে সর্বোচ্চ ৪টি টিকিট সংগ্রহ করতে পারবেন। ঢাকা স্টেশনে ২৬টি কাউন্টার খোলা রাখা হবে। 

শুক্রবার ১ জুন বিক্রি করা হবে ১০ তারিখের টিকিট। ২ জুন ১১ তারিখের টিকেট, ৩ জুন ১২ তারিখের টিকেট, ৪ জুন ১৩ তারিখের টিকেট, ৫ জুন ১৪ তারিখের টিকেট এবং ৬ জুন দেওয়া হবে ১৫ তারিখের টিকেট।

আর ফিরতি টিকিট বিক্রি শুরু হবে ১০ জুন থেকে। ওই দিন বিক্রি হবে ১৯ তারিখের টিকেট, ১১ জুন দেওয়া হবে ২০ তারিখের টিকেট, ১২ জুন ২১ তারিখের টিকেট, ১৩ জুন ২২ তারিখের টিকেট, ১৪ জুন ২৩ তারিখের টিকেট এবং ১৫ জুন দেওয়া হবে ২৪ তারিখের টিকেট।

রেলওয়ে সূত্র জানায়, এবার ঈদ উপলক্ষে ৯ জোড়া বিশেষ ট্রেন চলাচল করবে।

রেলপথ মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, ঢাকা স্টেশনে ২৬টি কাউন্টার খোলা রাখা হবে। ঈদ উপলক্ষে সর্বমোট ১ হাজার ৪০৫টি কোচ চলাচল করবে। এবং সর্বমোট ২২৯ টি লোকোমোটিভ ব্যবহার করা হবে।

বাংলাদেশ রেলওয়েতে প্রতিদিন ২ লাখ ৬০ হাজার যাত্রী চলাচল করে। তবে এবার ঈদুল ফিতর উপলক্ষ্যে দৈনিক ২ লাখ ৭৫ হাজার যাত্রী চলাচল করার ব্যবস্থা নেয়া হয়েছে বলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads