• শনিবার, ৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪২৯
৩৭তম বিসিএসে ক্যাডার হলেন ১৩১৪ জন

৩৭তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে একহাজার ৩১৪ জনকে নিয়োগের সুপারিশ করেছে পিএসসি।

সংরক্ষিত ছবি

জাতীয়

৩৭তম বিসিএসে ক্যাডার হলেন ১৩১৪ জন

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ১২ জুন ২০১৮

৩৭তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে বিভিন্ন ক্যাডারে একহাজার ৩১৪ জনকে নিয়োগের সুপারিশ করেছে।

পিএসসির জনসংযোগ কর্মকর্তা মেহদী শাহনেওয়াজ জলিল আজ মঙ্গলবার সাংবাদিকদের এমন তথ্য জানান।

তিনি বলেন, ৩৭তম বিসিএসের লিখিত ও মৌখিক পরীক্ষায় ৪ হাজার ৭৬৮ জন উত্তীর্ণ হয়েছেন। এদের মধ্যে বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য ১ হাজার ৩১৪ জনকে সুপারিশ করা হয়েছে।

প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা হিসেবে ১ হাজার ২২৬ জনকে নিয়োগ দিতে ৩৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল পিএসসি।

৩৭তম বিসিএসের লিখিত পরীক্ষায় অংশ নেন ৮ হাজার ৩১ জন। এর মধ্যে পাস করেন ৫ হাজার ৩৭৯ জন।

২০১৬ সালের ৩০ সেপ্টেম্বর ৩৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন ২ লাখ ৪৩ হাজার ৪৭৬ জন পরীক্ষার্থী। প্রাথমিক বাছাই পরীক্ষায় ৮ হাজার ৫২৩ জন উত্তীর্ণ হন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads