• রবিবার, ৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪২৯
দক্ষিণ সিটিতে বসানো হচ্ছে আরো ১০ হাজার ডাস্টবিন

দক্ষিণ ঢাকাকে পরিচ্ছন্ন রাখতে ফুটপাতে আরো দশ হাজার মিনি ডাস্টবিন স্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে

ছবি : সংগৃহীত

জাতীয়

দক্ষিণ সিটিতে বসানো হচ্ছে আরো ১০ হাজার ডাস্টবিন

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ১৮ জুন ২০১৮

পরিচ্ছন্ন ঢাকা গড়তে দক্ষিণ ঢাকায় ফুটপাতে আরো দশ হাজার মিনি ডাস্টবিন স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে স্টিলের ডাস্টবিন চুরি হওয়ার কারণে এ ধরনের ডাস্টবিন বসাতে আর আগ্রহী নয় উত্তরের সিটি করপোরেশন। তবে জনসচেনতা তৈরি করা না গেলে এ ধরনের প্রকল্পে শুধু অর্থের অপচয় হবে বলে মনে করছেন নগর পরিকল্পনাবিদেরা। 

২০১৬ সালে পরিচ্ছন্ন নগরী গড়তে ঢাকার দুই সিটির রাস্তায় স্টিলের প্রায় ৭ হাজার মিনি ডাস্টবিন বসানো হয়। এর মধ্যে দক্ষিণ ঢাকার ৫৭টি ওয়ার্ডে বসানো হয় ৫ হাজার ৭০০ ডাস্টবিন। তবে দুই বছরের মধ্যে এসব ডাস্টবিনের বেশিরভাগই চুরি হয়ে গেছে বা ভেঙে গেছে। 

দক্ষিণ সিটির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা বলছেন, যেসব স্থানে ডাস্টবিন চুরি অথবা ব্যবহার অনুপোযোগী হয়েছে সেখানে নতুন করে প্রতিস্থাপন করা হবে। পাশাপাশি বিভিন্ন এলাকায় আরো দশ হাজার মিনি ডাস্টবিন স্থাপনের সিদ্ধান্ত হয়েছে। চুরি ঠেকাতে সচেতনতা তৈরির ঊদ্যোগ নেয়ার কথাও জানান তিনি। 

চুরি ঠেকানোর পাশাপাশি ডাস্টাবিন ব্যবহারে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করতে না পারলে এ ধরনের প্রকল্পের সাফল্য নিয়ে সংশয় রয়েছে নগর পরিকল্পনাবিদদের। 

পরিচ্ছন্ন শহরের জন্য সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনার ওপর জোর দিচ্ছেন নগর পরিকল্পনাবিদেরা। 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads