• সোমবার, ৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪২৯
রোহিঙ্গা নিধনে নেতৃত্ব দেওয়ায় জেনারেল মাউং মাউং সো কে বহিষ্কার

মিয়ানমারের সেনাবাহিনীর জেনারেল মাউং মাউং সো

ছবি : ইন্টারনেট

জাতীয়

রোহিঙ্গা নিধনের দায়ে জেনারেল মাউং মাউং সো’কে বহিষ্কার

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ২৬ জুন ২০১৮

রোহিঙ্গা নিধন অভিযানে নেতৃত্ব দেওয়ায় দেশটির সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তা জেনারেল মাউং মাউং সো’কে বহিষ্কার করা হয়েছে। কানাডা ও ইউরোপীয় ইউনিয়নের চাপে দেশটির সেনাবাহিনী এমন পদক্ষেপ নিয়েছে। ২০১৭ সালের আগস্টে মিয়ানমারে শুরু হয় ওই রোহিঙ্গা ‍নিপীড়ন।

রোহিঙ্গা নির্যাতনের ঘটনায় মিয়ানমার সেনাবাহিনীর ঊর্ধতন কর্মকর্তার বিরুদ্ধে এটাই বড় ধরণের কোনো পদক্ষেপ। মূলত আন্তর্জাতিক চাপের কাছে নতি স্বীকার করে নিজেরা জবাবদিহিতার আওতায় আছেন, এটা প্রমাণ করতেই ওই কর্মকর্তাকে বহিষ্কার করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

দেশটির সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, মাউং মাউং সো রোহিঙ্গাদের বিরুদ্ধে বিদ্বেষ ছড়াতে বিভিন্ন ফেসবুক পোস্ট ব্যবহার করেছেন। শুধু তাই নয়, রোহিঙ্গাদের উপর যখন নির্যাতন চলছিল, তখন নিরব ছিলেন বলেও তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে।

কানাডা ও ইউরোপীয় ইউনিয়নের নেতারা মাউং মাউং সোসহ আরো ছয় সেনা কর্মকর্তা ও বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তার উপর সোমবার নতুন করে নিষেধাজ্ঞা আরোপের পরই দেশটির সেনাবাহিনী এমন পদক্ষেপ হাতে নিয়েছে।

নিষেধাজ্ঞার ফলে কানাডা ও ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে থাকা ওই ব্যক্তিদের সম্পদ বাজেয়াপ্ত করা হয়েছে। এর আগে যুক্তরাষ্ট্র ওই সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে।

২০১৭ সালের আগস্ট থেকে এপর্যন্ত ৭ লাখ ৫০ হাজারেও বেশি রোহিঙ্গা জীবন বাঁচাতে মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads