• বুধবার, ১৫ মে ২০২৪, ১ জৈষ্ঠ ১৪২৯
গুরুত্ব পাচ্ছে সীমান্তের শূন্যরেখা থেকে মাইন অপসারণ

লোগো বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)

সংরক্ষিত ছবি

জাতীয়

ঢাকায় বিজিবি-বিজিপি সম্মেলন

গুরুত্ব পাচ্ছে সীমান্তের শূন্যরেখা থেকে মাইন অপসারণ

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ১০ জুলাই ২০১৮

ঢাকায় পিলখানার বিজিবি সদর দফতরে চলছে চার দিনের বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) সীমান্ত সম্মেলন। গতকাল সোমবার শুরু হওয়া এ সম্মেলনে সীমান্তের শূন্যরেখা হতে মাইন ও ইমেপ্রাভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) অপসারণ, সীমান্তবর্তী এলাকায় মিয়ানমারের সামরিক হেলিকপ্টার ও ড্রোন চলাচল এবং দেশটির সেনাবাহিনী কর্তৃক ফায়ারিংসহ মিয়ানমারের নাগরিকদের বাংলাদেশে অনুপ্রবেশের বিষয়টি বিশেষ গুরুত্ব পাচ্ছে বলে বিজিবি সূত্রে জানা গেছে।

গতকাল সোমবার সকাল সাড়ে ৯টায় পিলখানায় বিজিবি সদর দফতরের সম্মেলন কক্ষে শুরু হয়েছে বিজিবি এবং বিজিপির সিনিয়র পর্যায়ের চার দিনব্যাপী এই সীমান্ত সম্মেলন। শেষ হবে আগামী ১২ জুলাই। ওইদিন সকালেই যৌথ আলোচনার দলিল (জয়েন্ট রেকর্ড অব ডিসকাশন্স-জেআরডি) স্বাক্ষরিত হবে এবং একই দিনে মিয়ানমার প্রতিনিধিদল ঢাকা ছাড়বে।

বিজিবি সদর দফতর থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সীমান্ত সম্মেলনে মিয়ানমারের পক্ষে দেশটির চিফ অব পুলিশ জেনারেল স্টাফ, পুলিশ ব্রিগেডিয়ার জেনারেল মায়ো থানের নেতৃত্বে ১১ সদস্যের প্রতিনিধিদল যোগ দিয়েছে। প্রতিনিধিদলে মিয়ানমার পুলিশ ফোর্সের ঊর্ধ্বতন কর্মকর্তারাও রয়েছেন। আর বাংলাদেশ প্রতিনিধিদলে বিজিবির অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আনিছুর রহমানের নেতৃত্বে ১৫ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদল সম্মেলনে অংশ নিচ্ছে। বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ কোস্টগার্ড এবং মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তারাও রয়েছেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads