• রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪২৯
শিক্ষার্থীদের আন্দোলনে অনুপ্রবেশকারীরা চিহ্নিত

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মো. জাবেদ পাটোয়ারী

সংরক্ষিত ছবি

জাতীয়

আইজিপি বললেন

শিক্ষার্থীদের আন্দোলনে অনুপ্রবেশকারীরা চিহ্নিত

  • চাঁদপুর প্রতিনিধি
  • প্রকাশিত ১১ আগস্ট ২০১৮

নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মো. জাবেদ পাটোয়ারী। তিনি বলেন, ‘অনুপ্রবেশকারীদের বেশ কয়েকজনকে গ্রেফতার, রিমান্ডে নেওয়া হয়েছে এবং বাকিদের চিহ্নিত করার প্রক্রিয়া অব্যাহত রয়েছে।’ গতকাল শুক্রবার দুপুরে চাঁদপুর পুলিশ লাইনসে নবনির্মিত নতুন বাজার পুলিশ ফাঁড়ি ও পুলিশ লাইনস জামে মসজিদ পুনাকের কার্যালয় উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

জাবেদ পাটোয়ারী বলেন, ‘প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে আমরা নিরাপদ সড়ক দাবি আন্দোলনকারী ছাত্রদের সহিষ্ণুতার মাধ্যমে তাদের কাজগুলো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। কারণ তাদের কাজ সড়কে নয়, তারপরও তারা যেহেতু এসেছে, তখন আমরা প্রথম কয়েক দিন ধৈর্য ও সহনশীলতার পরিচয় দিয়েছি।’

আইজিপি বলেন, ‘পরবর্তী সময়ে ওই আন্দোলন থেকে আমাদের পুলিশ, রাজারবাগ, মিরপুর পুলিশ লাইন ও থানার ওপর আক্রমণ হয়েছে। তখনো আমরা সহনশীলতার পরিচয় দিয়েছি। প্রথম কয়েক দিন এটি ছাত্রদের আন্দোলন থাকলেও পরে একটি স্বার্থান্বেষী মহল প্রবেশ করে। তখন শিক্ষার্থীরাও বুঝতে পারেনি তাদের আন্দোলন কোন দিকে যাচ্ছে। তখন আমাদের অবস্থান ছিল কঠোর। আমরা ততক্ষণ সহনশীল ছিলাম, যতক্ষণ শিক্ষার্থীরা আইন হাতে তুলে নেয়নি। শিক্ষার্থীদের আন্দোলনের বেশে তাদের আন্দোলনটা ছিনিয়ে নেওয়া হয়েছে। তখনই আমরা স্বল্পতম পুলিশ সদস্যের মাধ্যমে শিক্ষার্থীদের রাস্তা থেকে সরিয়ে দিয়েছি।’

এ সময় চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার মো. ফারুক পিপিএম, চাঁদপুরের জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান, জেলা ও দায়রা জজ মো. জুলফিকার আলী খান, জেলা পরিষদ চেয়ারম্যান ওচমান গণি পাটওয়ারী, পুলিশ সুপার শামসুন্নাহারসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads