• বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জৈষ্ঠ ১৪২৯
বিজয়া দশমী আজ

বিজয়া দশমী আজ

ছবি : সংগৃহীত

জাতীয়

বিকাল থেকে প্রতীমা বিসর্জন

বিজয়া দশমী আজ

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ১৯ অক্টোবর ২০১৮

শারদীয় দুর্গোৎসবের চতুর্থ দিনে গতকাল বৃহস্পতিবার কল্পারম্ভ ও বিহিত পূজার মধ্য দিয়ে পালিত হলো মহানবমী। ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে সকাল ৯টা ৫৭ মিনিটে পূজা শেষে চলে পুষ্পাঞ্জলি এবং প্রসাদ বিতরণ। আর সন্ধ্যায় মন্দিরে মন্দিরে চলে ভোগ-আরতি।

দশমীর দিনের পূজা ও দর্পণ বিসর্জনের মধ্য দিয়ে আজ শুক্রবার শেষ হবে দুর্গোৎসব। এরপর প্রতীমা বিসর্জনের মধ্য দিয়ে দেবীকে বিদায় জানাবে দেশের হিন্দু ধর্মাবলম্বীরা।

মহানবমীতে ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনের পূজামণ্ডপে সন্ধ্যায় অনুষ্ঠিত হয় আরতি প্রতিযোগিতা। তবে উৎসবের এমন আনন্দের মধ্যেই বেজে ওঠে বিষাদের সূর। কারণ মর্ত্য ছেড়ে স্বামীগৃহ কৈলাসে ফেরার সময় হয়েছে মায়ের। আর মাকে বিদায় জানানোর সেই দিনই আজ শুক্রবার।

খোঁজ নিয়ে জানা গেছে, ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে আজ বিকাল ৩টায় শুরু হবে বিজয়া শোভাযাত্রা। বিজয়া শোভাযাত্রায় অংশ নিতে রাজধানীর বিভিন্ন স্থান থেকে ট্রাক পিক-আপে করে প্রতীমা জড়ো করা হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পলাশী মোড়ে। সেখান থেকে এক সঙ্গে প্রতীমা নিয়ে যাওয়া হবে সদরঘাটের ওয়াইজঘাটে। সেখানে বিনা স্মৃতি স্নানঘাটে একে একে চলবে প্রতীমা বিসর্জন।

ষষ্ঠী পূজার মধ্য দিয়ে গত ১৫ অক্টোবর সোমবার শুরু হয় হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। পঞ্জিকা মতে, এ বছর দেবী দুর্গার আগমন ঘটেছে ঘোটক (ঘোড়ায়) চড়ে। আর মর্ত্যলোক থেকে স্বামীগৃহ কৈলাসে ফিরবেন দোলায়। শাস্ত্রমতে, দেবীর এ বছরের আগমন ও বিদায়ের বাহন দুটোই প্রাকৃতিক বিপর্যয়, মড়কব্যাধি, হানাহানি মারামারি, প্রাণহানির মতো ঘটনা বাড়বে বলে ইঙ্গিত করছে।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের দেওয়া তথ্যানুযায়ী, এবার সারা দেশে ৩১ হাজার ২৭২টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে। আর রাজধানী ঢাকায় এবার পূজা অনুষ্ঠিত হয়েছে ২৩৪টি মণ্ডপে। উল্লেখ্য, গত বছর সারা দেশে ২৯ হাজার ৭৪টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছিল এবং রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হয় ২২৫টি পূজামণ্ডপে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads