• রবিবার, ৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪২৯
সুপার নিউমারারি পদোন্নতি পাচ্ছেন পুলিশের ২৩০ কর্মকর্তা

লোগো বাংলাদেশ পুলিশ

জাতীয়

সুপার নিউমারারি পদোন্নতি পাচ্ছেন পুলিশের ২৩০ কর্মকর্তা

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ০৬ নভেম্বর ২০১৮

পুলিশের ২৩০ কর্মকর্তা পাচ্ছেন সুপার নিউমারারি (সংখ্যাতিরিক্ত পদ সৃষ্টি) পদোন্নতি। প্রধানমন্ত্রীর দফতর থেকে ইতোমধ্যে এ সংক্রান্ত ফাইল অনুমোদন করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। খুব শিগগিরই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ‘বিভাগীয় প্রমোশন কমিটি’। এরপরই সেটি প্রজ্ঞাপন হিসেবে জারি করা হবে।

পুলিশ সদর দফতর সূত্র জানায়, গত ৪ জুলাই পুলিশ সদর দফতর থেকে পুলিশের ৪৯৫ কর্মকর্তাকে সুপার নিউমারারি পদোন্নতি দেওয়ার প্রস্তাব করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছিল। পুলিশ সদর দফতরের অ্যাডিশনাল ডিআইজি (ওঅ্যান্ডএম) এসএম আখতারুজ্জামান স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়েছিল, প্রশাসন ছাড়াও অন্যান্য ক্যাডার, সড়ক ও জনপথ, ফরেন সার্ভিস, শুল্ক ও আবগারি, কর ইত্যাদির তুলনায়ও বাংলাদেশ পুলিশের উচ্চতর পদে ব্যাপক আছে। এ ছাড়া প্রশাসন ক্যাডারে উপসচিব থেকে তদূর্ধ্ব পর্যায়ে সুপার নিউমারারি পদোন্নতি দেওয়া হয়। অন্যান্য ক্যাডারেও এই পদোন্নতি দেওয়ার রীতি রয়েছে। সেই রীতি অনুযায়ী, পুলিশ সুপার  থেকে অতিরিক্ত আইজিপি পদে  যোগ্য ও দক্ষ কর্মকর্তাদের সুপার নিউমারারি পদোন্নতি দেওয়া  যেতে পারে।

প্রস্তাবিত ৪৯৫ জনের বিপরীতে ২৩০টি পদ অস্থায়ীভাবে সৃষ্টির জন্য গত ৩১ অক্টোবর (২০১৮) জনপ্রশাসন মন্ত্রণালয় ও অর্থ বিভাগ সম্মতি দেয়। এরপর বিষয়টি প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটিতে সুপারিশের জন্য উপস্থাপন করা হয়। সচিব কমিটির অনুমোদনের পর প্রধানমন্ত্রীর দফতরের অনুমোদনের জন্য পাঠানো হয়। অতিসম্প্রতি ওই ফাইলটি প্রধানমন্ত্রীর দফতর থেকে অনুমোদন পেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এসেছে বলে নিশ্চিত করে সংশ্লিষ্ট একজন পদস্থ কর্মকর্তা।

এ ব্যাপারে পুলিশের অতিরিক্ত ডিআইজি (গোপনীয়) মনিরুজ্জামান বলেন, অন্যান্য ক্যাডারেও এটা আছে। অন্য ক্যাডারের সঙ্গে সমন্বয় সাধন করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। এটা ন্যায়নীতি এবং নিয়ম মেনেই করা হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads