• রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪২৯
এরশাদ শতভাগ ভালো আছেন : রাঙ্গা

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসাইন মুহাম্মদ এরশাদ

সংগৃহীত ছবি

জাতীয়

এরশাদ শতভাগ ভালো আছেন : রাঙ্গা

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ০৪ ডিসেম্বর ২০১৮

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ শতভাগ ভালো আছেন বলে জানিয়েছেন পার্টির মহাসচিব এবং স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা। 

আজ সোমবার দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী অফিসে সম্মিলিত জাতীয় জোটের নেতাদের সঙ্গে আলোচনা শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

রাঙ্গা বলেন, ‘সাবেক রাষ্ট্রপতি জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ শতভাগ ভালো আছেন, সুস্থ্য আছেন। সকালে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জিএম কাদের, ছেলে সাদসহ পরিবারের সদস্যদের সাথে কথাও বলেছেন হুসেইন মুহম্মদ এরশাদ।তবে ‘নিয়মিত মেডিকেল চেক-আপের জন্য তার সিঙ্গাপুরে যাওয়ার প্রয়োজন আছে, কিন্তু দলের স্বার্থেই ১০ ডিসেম্বরের আগে যাচ্ছেন না তিনি।’

তিনি বলেন, সাবেক মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার শারিরিক অসুস্থ্যতার জন্য নিজেই পার্টি চেয়ারম্যানের কাছে পদত্যাগ করেছেন, তিনি এখনো পার্টির প্রেসিডিয়াম সদস্য আছেন।

মসিউর রহমান রাঙ্গা বলেন, যারা নির্বাচনে জিততে পারবে এবং মাঠ পর্যায়ে গ্রহণযোগ্যতা আছে তাদেরই মনোনয়ন দেয়া হবে। আলাপ-আলোচনার মাধ্যমেই চূড়ান্ত হবে মহাজোটের প্রার্থী তালিকা।

এ সময় উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভরায়, এস.এম. ফয়সল চিশতী, সম্মিলিত জাতীয় জোটের বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মহাসচিব এম.এ. মতিন, জাতীয় ইসলামী মহাজোটের চেয়ারম্যান আবু নাসের ওয়াহেদ ফারুক প্রমুখ।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads