• রবিবার, ৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪২৯
স্থানীয় সরকার শক্তিশালী করার তাগিদ

জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে জনসাধারণের অংশগ্রহণ নিশ্চিত করার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা

সংগৃহীত ছবি

জাতীয়

স্থানীয় সরকার শক্তিশালী করার তাগিদ

এসডিজি অর্জনে জনগণের অংশগ্রহণ জরুরি -অক্সফাম ও সিপিডির সংলাপ

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ০৬ ডিসেম্বর ২০১৮

জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে জনসাধারণের অংশগ্রহণ নিশ্চিত করার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। এ লক্ষ্যে শক্তিশালী করতে হবে স্থানীয় সরকারকে। তারা বলেন, তৃণমূল পর্যায়ে উন্নয়নকে টেকসই করতে হলে স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়াতে হবে। বাজারের চাহিদা উপযোগী কর্মসংস্থান তৈরি করতে হবে। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি) ও অক্সফামের যৌথ আয়োজনে গতকাল অনুষ্ঠিত এক সংলাপে এসব বিষয় উঠে এসেছে।

স্থানীয় পর্যায়ে তৃণমূলের এসডিজি ভাবনাবিষয়ক সংলাপে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের (জিইডি) সদস্য ড. শামসুল আলম। সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুনের সঞ্চালনায় বক্তব্য রাখেন অক্সফামের কান্ট্রি ডিরেক্টর দিপঙ্কর দত্ত, মানুষের জন্য ফাউন্ডেশনের প্রধান নির্বাহী শাহিন আনাম, ব্রতীর প্রধান নির্বাহী শারমিন মোস্তফা প্রমুখ। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিপিডির ফেলো গবেষক তৌফিকুল ইসলাম খান।

অক্সফামের কান্ট্রি ডিরেক্টর দিপঙ্কর দত্ত বলেন, বাংলাদেশ এখন মধ্য আয়ের দেশের পথে। তাই স্থানীয় পর্যায়ের কার্যক্রম আরো অংশগ্রহণমূলক হওয়া প্রয়োজন। তিনি আরো বলেন, এসডিজি অর্জনে ভৌগোলিক দিক থেকে পিছিয়ে পড়া উপকূল ও হাওর অঞ্চলের দরিদ্রদের জন্য কর্মসূচি নিতে হবে। এ বিষয়ে সরকারের উদ্যোগ সন্তোষজন নয়।

প্রধান অতিথির বক্তব্যে ড. শামসুল আলম বলেন, এসডিজির লক্ষ্যগুলো অর্জনে সরকার পাঁচ বছর মেয়াদি কর্মপরিকল্পনা করেছে। কোন মন্ত্রণালয় কী দায়িত্ব পালন করবে তার একটি তালিকা এরই মধ্যে প্রণয়ন করা হয়েছে। সরকারের পক্ষ থেকে সম্ভাব্য পদক্ষেপের গাইডলাইন প্রণয়ন করা হয়েছে। এরই মধ্যে সেগুলো বই আকারে প্রকাশ করে উপজেলা পর্যায় পর্যন্ত বিভিন্ন দফতরে পাঠানো হয়েছে।

তিনি আরো জানান, ইতোমধ্যে ২৭ মন্ত্রণালয়ের এসডিজি সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এসডিজি বাস্তবায়নে কী ধরনের পদক্ষেপ নেওয়া যায় এবং আলোচনায় অংশ নেওয়া বিভিন্ন এনজিও এ বিষয়ে কী কী পদক্ষেপ নিয়েছে তা সরকারকে জানালে পরবর্তী পদক্ষেপ নিতে সুবিধা হবে বলে তিনি মন্তব্য করেন।

মানুষের জন্য ফাউন্ডেশনের প্রধান নির্বাহী শাহিন আনাম বলেন, এসডিজি অর্জনে স্থানীয় পর্যায়ে সক্ষমতা বাড়াতে হবে। উন্নয়নে প্রধান সমস্যা সমন্বয়। সরকারি প্রতিষ্ঠান, উন্নয়ন সহযোগীসহ বিভিন্ন সংস্থার কাজের মধ্যে সমন্বয় বাড়াতে হবে। উন্নয়ন প্রক্রিয়াকে অবশ্যই অংশগ্রহণমূলক হতে হবে। এসডিজি বাস্তবায়নে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। বর্তমান বাজার উপযোগী কর্মসংস্থান নিশ্চিত করতে হবে। প্রশাসনিক বিকেন্দ্রীকরণ ছাড়া এসডিজির লক্ষ্যগুলো অর্জন সম্ভব নয় বলেও মন্তব্য করেন শাহিন আনাম।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads