• সোমবার, ৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪২৯
‘ভবন তো পুইড়া কয়লা হইয়া গেছে’

সংগৃহীত ছবি

জাতীয়

‘ভবন তো পুইড়া কয়লা হইয়া গেছে’

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ২৮ ফেব্রুয়ারি ২০১৯

রাজধানীর চকবাজারের চুড়িহাট্টায় অগ্নিকাণ্ডের ঘটনার সাত দিন পার হয়েছে গতকাল বুধবার। কিন্তু এখনো ভয়াবহ অগ্নিকাণ্ডের ক্ষত দেখতে ঘটনাস্থলে সাধারণ মানুষ ভিড় জমাচ্ছেন। পুড়ে যাওয়া ভবনগুলোর সামনে থাকা পোড়া গাড়ি-মোটরসাইকেলের দিকে তাকিয়ে নিহতদের যন্ত্রণা অনুভব করার চেষ্টা করছেন কেউ কেউ। আবার অনেকে দীর্ঘশ্বাস ফেলে ভেতরের শোকটাকে প্রকাশ করতে চাচ্ছেন। কেউবা ঘটনার সময় সেখানকার পরিবেশটা বোঝার চেষ্টা করছেন।

প্রতিদিনই শত শত মানুষ এই পোড়া জায়গায় এসে অপলক দৃষ্টিতে পোড়া ভবনগুলোর দিকে তাকিয়ে থাকেন। গতকাল বুধবারও চুড়িহাট্টার ঘটনাস্থলে দল বেঁধে আসেন অনেকেই। ভয়াবহ আগুনে পুড়ে যাওয়া হাজী ওয়াহেদ ম্যানশনসহ ঘটনাস্থল ঘুরে দেখেন তারা। তবে পুলিশি বাধায় তারা সবসময় ওই ভবনের কাছে যেতে পারছেন না। কেউ কেউ নানা অজুহাতে ঘটনাস্থলে প্রবেশ করছেন। তাদেরই একজন মহসিন। ইসলামবাগের একটি কাপড়ের দোকানে মহসিন কাজ করেন। ঘটনাস্থলে এসে তিনি জানতে চেয়েছিলেন ওয়াহেদ ম্যানশন কোনটা। একজন দেখিয়ে দেওয়ার পর তিনি বলেন, ভবনতো পুইড়া কয়লা হইয়া গেছে। এইডাও কখন জানি ভাইঙ্গা পড়ে। এরপরও ঝুঁকি নিয়ে এখানে উঁকি দিয়ে কী দেখছেন জানতে চাইলে তিনি বলেন, কেমনে পুড়ছে সেটাই দেখতে আসছি।

পুড়ে যাওয়া হাজী ওয়াহেদ ম্যানশনের ছবি তুলছিলেন আসলাম। তিনি বলেন, আজই দেখতে এসেছি। শুনছি অনেক মানুষ মারা গেছে, তাই এই ভবনের একটা ছবি তুলে রাখলাম।

তাদের মতো আরো অনেকেই পুড়ে যাওয়া ভবনটি দেখেছেন, ছবিও তুলেছেন। হাজী ওয়াহেদ ম্যানশনের উল্টো দিকেই চুড়িহাট্টা শাহী মসজিদ। প্রতি ওয়াক্ত নামাজের সময় ব্যারিকেড শিথিল থাকায় লোকজন ঘটনাস্থল ঘুরে দেখার সুযোগ পাচ্ছেন।

ক্ষতিগ্রস্ত ভবন হাজী ওয়াহেদ ম্যানশনের সামনে পুড়ে যাওয়া গাড়ি-মোটরসাইকেল-রিকশার আলামত এখনো রাখা আছে। ভবনের অপর পাশে রাজ্জাক ম্যানশনের সামনেও রয়েছে আলামত।

চকবাজারের নন্দকুমার দত্ত রোড ও শেখ আজগর লেন মিলিত হয়েছে চুড়িহাট্টা মোড়ে। এই আজগর আলী লেন, নন্দকুমার দত্ত রোড, হায়দার বক্স লেন ব্যারিকেড দিয়ে আটকে রাখা হয়েছে। সেখানে চকবাজার থানার পুলিশ সদস্যরা নিরাপত্তার দায়িত্বে রয়েছেন। ঘটনাস্থলে চুড়িহাট্টা শাহী জামে মসজিদের সামনে ফায়ার সার্ভিসের একটি গাড়ি রয়েছে। ফায়ার সার্ভিস কর্মীরাও সেখানে রয়েছেন।

চকবাজার থানার ওসি শামীম অর রশিদ তালুকদার বলেন, আগুনে ক্ষতিগ্রস্ত এসব আলামত হিসেবে আমরা সরিয়ে নেব। কারণ, এই ঘটনায় মামলা দায়ের করা হয়েছে, পুড়ে যাওয়া গাড়ি, মোটরসাইকেল রিকশা, ভ্যান সব আলামত হিসেবে সংগ্রহ করা হবে। এখনো আলামত ঘটনাস্থলে কেন জানতে চাইলে তিনি বলেন, বর্তমানে একাধিক তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এসব কমিটির সদস্যরা ঘটনাস্থলে এসে সেগুলো পরিদর্শন করছেন তদন্তের স্বার্থে। সেজন্য আলামতগুলো এখনো ঘটনাস্থলে রাখা হয়েছে।

গতকাল সকাল সাড়ে ১০টায় বুয়েটের পাঁচ সদস্যের একটি কমিটি ঘটনাস্থল ঘুরে দেখে। পরে বিসে¹ারক অধিদফতরের একটি কমিটিও সেখানে পরিদর্শনে যায়।

গত ২০ ফেব্রুয়ারি রাত সাড়ে ১০টার দিকে চুড়িহাট্টায় ভয়াবহ আগুনে ৬৭ জন নিহত হন। পরে চিকিৎসারত অবস্থায় মারা যান আরো দুজন। পোড়া লাশগুলোর মধ্যে এখনো ১৯টির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

 

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads