• শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জৈষ্ঠ ১৪২৯
জাতীয় পাট দিবস আজ

রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রদর্শনী

ছবি : বাংলাদেশের খবর

জাতীয়

জাতীয় পাট দিবস আজ

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ০৬ মার্চ ২০১৯

আজ জাতীয় পাট দিবস। অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বাজারে পাটের রফতানি বাড়ানোর লক্ষ্যে তৃতীয় বারের মতো জাতীয় পাট দিবস উদযাপন করতে যাচ্ছে বাংলাদেশ। এ বছর পাট দিবসের প্রতিপাদ্য ‘সোনালি আঁশের সোনার দেশ, জাতির পিতার বাংলাদেশ’।

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সকাল ১০টায় এ দিবসের কেন্দ্রীয় অনুষ্ঠান ও পাটপণ্যের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দিবসটি উপলক্ষে নানা কর্মসূচি হাতে নিয়েছে পাট মন্ত্রণালয়। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে রাজধানীর প্রধান প্রধান সড়ক ও সড়ক দ্বীপগুলো সাজানো হয়েছে পাট, পাটখড়ি, পাটের পণ্য, রঙ-বেরঙের ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড দিয়ে। এ ছাড়া ১৪টি ক্যাটাগরিতে ১৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পাট দিবসের পুরস্কার তুলে দেওয়া হবে।

আজ বুধবার ও আগামীকাল বৃহস্পতিবার পর্যন্ত বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বহুমুখী পাটপণ্য মেলার আয়োজন করা হয়েছে। মেলা চলবে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত। ৭ মার্চ বিকেল সাড়ে পাঁচটায় এ মেলার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads