• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪২৯
‘জবাবদিহিমূলক সরকার থাকলে এমন ঘটনা ঘটতো না’

ছবি : সংগৃহীত

জাতীয়

‘জবাবদিহিমূলক সরকার থাকলে এমন ঘটনা ঘটতো না’

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২৯ মার্চ ২০১৯

দেশে কোনো কিছুতেই জবাবদিহি নেই। এই জন্যই এমন দুর্ঘটনা বার বার ঘটছে। জবাবদিহিমূলক সরকার থাকলে এমন ঘটনা ঘটতো না। বললেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

আজ শুক্রবার সন্ধ্যায় বনানীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এফ আর টাওয়ার পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, আমি বুঝি না এই বিল্ডিংগুলো কীভাবে অনুমোদন পায়। এরা তো কিছু মানে না। এদের নেই অগ্নি নির্বাপক ব্যবস্থা। মানছে না বিল্ডিং কোড। তাহলে কীভাবে চলছে এরা।

তিনি বলেন, এই ঘটনার জন্য রাজউকের উদাসীনতা রয়েছে। কি করে তারা এতো বড় ভবনের অনুমতি দিলো এবং ১৮তলার অনুমতি নিয়ে কিভাবে ২৩তলা করে?

আগুন নিয়ন্ত্রণে আনার জন্য ফায়ার সার্ভিসের যথেষ্ট পরিমাণে জনবল এবং আধুনিক যন্ত্রপাতি নেই অভিযোগ করে বিএনপির মহাসচিব বলেন, ভবনের উপর থেকে লাফ দেওয়ার জন্য নিচে কোনো নেট ব্যবহার করা হয়নি। যার কারণে অনেকের প্রাণহানি হয়েছে। জীবন বাঁচাতে যারা লাফ দিয়েছে তাদের বাঁচানোর জন্য নিচে নেট ব্যবহার করা যেতো। কিন্তু তা করেনি ফায়ার সার্ভিস।

বিএনপির মহাসচিব বলেন, এতগুলো মৃত্যু সত্যি হৃদয় বিদারক, কষ্টের।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads