• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪২৯
সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেলেন ১০৫

ছবি : সংগৃহীত

জাতীয়

সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেলেন ১০৫

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ০৮ জুলাই ২০১৯

সুপ্রিম কোর্টে আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের জন্য ১০৫ জন আইনজীবীকে সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। গতকাল রোববার আইন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে ‘দ্য বাংলাদেশ ল অফিসার্স অর্ডার ১৯৭২-এর ৩ (১) অনুচ্ছেদ’ অনুযায়ী, সুপ্রিম কোর্টের ১০৫ জন আইনজীবীকে পুনরায় আদেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশের সহকারী অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ দেওয়া হলো। আইন ও বিচার বিভাগের সলিসিটর অণুবিভাগের (জিপি-পিপি শাখা) সলিসিটর জেসমিন আরা বেগম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২০১৭ সালের ১২ জুন নিয়োগ পাওয়া ২৭ জন, ১৯ অক্টোবর নিয়োগ পাওয়া ২৫ জন সহকারী অ্যাটর্নি জেনারেল স্বপদে বহাল থাকবেন। এর পরবর্তী পর্যায়ে নিয়োগ পাওয়া সহকারী অ্যাটর্নি জেনারেলদের নিয়োগ আদেশ বাতিল করা হয়েছে বলে এতে বলা হয়েছে।

আগে নিয়োগ পাওয়া ৫২ জনসহ সহকারী অ্যাটর্নি জেনারেলের সংখ্যা দাঁড়াল ১৫৭ জনে। বর্তমানে একজন অ্যাটর্নি জেনারেল, দুজন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল রয়েছেন। এর আগে আইনমন্ত্রী ও অ্যাটর্নি জেনারেলের আহ্বানে ২০১৭ সালের আগে নিয়োগ পাওয়া সহকারী ও ডেপুটি অ্যাটর্নি জেনারেলদের অনেকে পদত্যাগ করেন।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনার জন্য সুপ্রিম কোর্টের ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ দেয় সরকার। রাষ্ট্রপতির অনুমতিক্রমে আইন মন্ত্রণালয় এই নিয়োগসংক্রান্ত কার্যক্রম পরিচালনা করেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads