• বৃহস্পতিবার, ২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪২৯
সমালোচনা করায় বরখাস্ত সেই পুলিশ পরিদর্শক

ছবি : সংগৃহীত

জাতীয়

হুইপের ক্যাসিনো-কাণ্ড

সমালোচনা করায় বরখাস্ত সেই পুলিশ পরিদর্শক

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ২৬ সেপ্টেম্বর ২০১৯

জাতীয় সংসদের হুইপ শামসুল হক চৌধুরীর বিরুদ্ধে ক্যাসিনো থেকে ১৮০ কোটি টাকা আয়ের অভিযোগ আনা পুলিশ পরিদর্শক মাহমুদ সাইফুল আমিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

গত মঙ্গলবার এআইজির (পার্সোনেল ম্যানেজমেন্ট-২) পক্ষে এআইজি (পিআইও-১) আনোয়ার হোসেন খান স্বাক্ষরিত এক চিঠিতে এ আদেশ দেওয়া হয়। চিঠিতে বলা হয়, রাজধানীর উত্তরা এপিবিএনে কর্মরত পরিদর্শক (নিরস্ত্র) মাহমুদ সাইফুল আমিন বিভাগীয় শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপ, জনসম্মুখে পুলিশ বাহিনীর ভাবমূর্তি ব্যাপকভাবে ক্ষুণ্ন করেছে। তথা তার অসদাচরণের দায়ে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর বিধি ১২(১) মোতাবেক এতদ্বারা চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো।

সাময়িক বরখাস্তকালে তিনি ডিআইজি, রংপুর রেঞ্জ কার্যালয়ে সংযুক্ত থাকবেন এবং প্রচলিত বিধি মোতাবেক খোরাকি ভাতা প্রাপ্য হবেন। উল্লেখ্য, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পুলিশ পরিদর্শক সাইফুল আমিন অভিযোগ করেন- চট্টগ্রাম আবাহনী ক্লাবের জুয়ার আসর থেকে গত পাঁচ বছরে ক্লাবটির মহাসচিব ও জাতীয় সংসদের হুইপ শামসুল হক চৌধুরী ১৮০ কোটি টাকা আয় করেছেন। তার এই অভিযোগের বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে তোলপাড় সৃষ্টি করে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads