• রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪২৯
করোনায় ধর্মীয় অনুষ্ঠান বন্ধ রাখাই ভাল : স্বাস্থ্যমন্ত্রী

ছবি : সংগৃহীত

জাতীয়

করোনায় ধর্মীয় অনুষ্ঠান বন্ধ রাখাই ভাল : স্বাস্থ্যমন্ত্রী

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১৫ মার্চ ২০২০

চলোমান মহামারী করোনাভাইরাস সংক্রমণ রোধে ধর্মীয় অনুষ্ঠান বন্ধ রাখাই ভাল বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

রোববার (১৫ মার্চ) স্বাস্থ্য মন্ত্রণালয়ে জরুরি আন্তঃমন্ত্রণালয় সভা শেষে এ কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।

তিনি বলেন, আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে করোনা সারাবিশ্বে ছড়িয়ে পড়ছে। আর মানুষের সমাগমের কারণে আরও বাড়ছে। তাই ওয়াজ মাহফিল, কীর্তনসহ ধর্মীয় অনুষ্ঠান আপাতত বন্ধ রাখাই ভাল। কেননা এর ফলে একসঙ্গে অনেক লোকের সমাগম হয়।

মন্ত্রী বলেন, এই কারণেই বর্তমানে ওমরাহ হজ পর্যন্ত বন্ধ রাখা হয়েছে। কাবা শরীফে তাওয়াফও কমে গেছে। সেক্ষেত্রে মসজিদ মসজিদেও মানুষ সীমিত আসাই ভাল। বাসায় বসে ধর্মীয় কাজ করলে ভাল।

তিনি আরও জানান, এই বিষয়ে পরামর্শ দেয়া হয়েছে। এছাড়া মসজিদে ইমামদের করোনা বিষয়ে মানুষকে সচেতন করার আহ্বান জানানো হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ইমামরা যেন বাইরে থেকে আসা সবাইকেই মসজিদে আসতে বারণ করেন, তাদের কোয়ারেন্টাইনে থাকতে পরামর্শ দেন। কারণ তাদের কোয়ারেন্টাইন রাখা অনেক কষ্টের। সেটা তো কালকের পরিস্থিতেই আপনার বুঝতে পেরেছেন।

আর করোনাভাইরাস সংক্রমণ রোধে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে না খোলা রাখা হবে, সেই সিদ্ধান্ত শিক্ষা মন্ত্রণালয় নেবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads