• রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪২৯
করোনা মোকাবেলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

ছবি : সংগৃহীত

জাতীয়

করোনা মোকাবেলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১৫ মার্চ ২০২০

চলোমান করোনাভাইরাস মোকাবেলায় বাংলাদেশ একসঙ্গে কাজ করবে বলে প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার বিকেলে করোনা মোকাবেলায় সার্ক নেতাদের সাথে ভিডিও কনফারেন্সে যোগ দিয়ে এ প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্কভুক্ত দেশ প্রধানদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, করোনাভাইরাস মোকাবিলায় আমরা একসঙ্গে কাজ করব। অভিজ্ঞতা কাজে লাগিয়ে এই ভাইরাস মোকাবেলা করব।

দেশে এরই মধ্যে করোনাভাইরাস প্রতিরোধে যেসব পদক্ষেপ গ্রহণ করা হয়েছে ভিডিও কনফারেন্সে সে সব তুলে ধরেন প্রধানমন্ত্রী।

এই সম্মেলন আয়োজনের জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানান শেখ হাসিনা।

গত ১৩ মার্চ নরেন্দ্র মোদি টুইটে করোনাভাইরাসের কৌশল ঠিক করতে সার্কভুক্ত দেশের নেতাদের ভিডিও কনফারেন্সে যোগ দেওয়ার আহ্বান জানান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সার্কভুক্ত দেশের নেতারা ওইদিনই এ প্রস্তাবকে স্বাগত জানিয়ে সম্মতি দেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads