• বুধবার, ১৫ মে ২০২৪, ১ জৈষ্ঠ ১৪২৯
ডিএসইসির ভোট ৪ এপ্রিল

ডিএসইসির লোগো

ফাইল ছবি

জাতীয়

ডিএসইসির ভোট ৪ এপ্রিল

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ১৫ মার্চ ২০২০

ঢাকা সাব-এডিটরস কাউন্সিল (ডিএসইসি) নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। জাতীয় প্রেস ক্লাবে গতকাল শনিবার ডিএসইসির প্রধান নির্বাচন কমিশনার মনজুরুল আহসান বুলবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাচন কমিশনের সভায় এ তফসিল ঘোষণা করা হয়। এই তফসিল অনুযায়ী ৪ এপ্রিল নির্বাচনের ভোটগ্রহণ করা হবে।

সভায় নির্বাচন কমিশনার কায়কোবাদ মিলন, আবদুল জলিল ভূঁইয়া, শাহ মুহাম্মদ মুতাসিম বিল্লাহ ও মহিউদ্দিন সরকার উপস্থিত ছিলেন।

ঘোষিত তফসিল অনুযায়ী ৪ এপ্রিল সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ডিএসইসির নির্বাচনের ভোটগ্রহণ হবে। ১৪ মার্চ খসড়া ভোটার তালিকা প্রকাশ, ১৭ মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, ১৯ মার্চ সকাল ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত মনোনয়ন ফরম বিক্রি, ২০ মার্চ সকাল ১২টা থেকে বিকেল ৬টা পর্যন্ত মনোনয়নপত্র জমা, ২১ মার্চ বিকাল ৫টায় খসড়া প্রার্থী তালিকা প্রকাশ, ২২ মার্চ সকাল ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহার ও চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ২৩ মার্চ বিকেল ৫টায়।

ঢাকা সাব-এডিটরস কাউন্সিল নির্বাচন-২০১৯ এর প্রধান নির্বাচন কমিশনার মনজুরুল আহসান বুলবুল স্বাক্ষরিত তফসিলে এসব তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads