• বুধবার, ১৫ মে ২০২৪, ১ জৈষ্ঠ ১৪২৯
সবাই মিলে কেক কাটার ইচ্ছা ছিলো সিইসির

রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনে এ কেক কাটার পূর্ব মুহূর্তে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা ও অন্যন্যরা

সংগৃহীত ছবি

জাতীয়

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী

সবাই মিলে কেক কাটার ইচ্ছা ছিলো সিইসির

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১৭ মার্চ ২০২০

করোনাভাইরাসের কারণে অল্প সংখ্যক কর্মকর্তাকে নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর কেক কেটেছে নির্বাচন কমিশন (ইসি)।

আজ মঙ্গলবার (১৭ মার্চ) বেলা ১১টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনে এ কেক কাটা হয়।

কেক কাটার আগে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শতবর্ষ উদযাপন উপলক্ষে আমরা এখানে সমবেত হয়েছি। আন্তর্জাতিক পর্যায়ে দুর্যোগপূর্ণ অবস্থার কারণে সকলে মিলে সমবেত হতে পারিনি।

তিনি বলেন, ‘আমাদের অনেক সহকর্মী অনুষ্ঠানে যোগ দেয়ার জন্য আগ্রহী ছিলেন। কিন্তু আমরা দুঃখিত যে, স্বাস্থ্যগত ঝুঁকি না নিয়ে জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপন করতে চাই। সে জন্য আমরা সীমিত আকারে, যুগ্ম-সচিব পর্যন্ত কর্মকর্তারা এসেছি।’

সিইসি বলেন, ‘এ পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব, ১০০ বছর আগে এই ব্যক্তির জন্ম না হলে দেশ স্বাধীন হতো না। আমাদের পরিচিতি থাকত না। সেই মহান ব্যক্তির জন্মশতবার্ষিকী উপলক্ষে সমবেত হতে পারায় নিজেদের গৌরবান্বিত মনে করছি। যখন আরেকটি শতবর্ষ উদযাপন হবে, তখন সেটা আমাদের দ্বারা সেটা সম্ভব হবে না। যেন এভাবেই শতবর্ষ উদযাপন করে ভবিষ্যৎ প্রজন্ম সেই প্রত্যাশা রাখি। এই মহান ব্যক্তিকে আল্লাহ-তায়ালা বেহেস্তবাসী করুক। জান্নাতের সর্বোত্তম জায়গায় তার স্থান করে দিক।’

এ সময় আরও উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শাহাদাত হোসেন চৌধুরী, মো. রফিকুল ইসলাম ও কবিতা খানম। এছাড়া ইসির জ্যেষ্ঠ সচিব মো. আলমগীর, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাইদুল ইসলামসহ যুগ্ম-সচিব পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads