• বুধবার, ১৫ মে ২০২৪, ১ জৈষ্ঠ ১৪২৯
করোনা ভাইরাস : বাংলাদেশে আক্রান্তের সংখ্যা বেড়ে ১০

সংগৃহীত ছবি

জাতীয়

করোনা ভাইরাস : বাংলাদেশে আক্রান্তের সংখ্যা বেড়ে ১০

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১৭ মার্চ ২০২০

বাংলাদেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা আরও দুইজন বেড়েছে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা ১০ জনে দাড়ালো।

আজ মঙ্গলবার রাজধানীর মহাখালীতে সংবাদ ব্রিফিংয়ে জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ তথ্য জানিয়েছেন।

গতকাল সোমবার পর্যন্ত বাংলাদেশে আক্রান্তের সংখ্যা ছিল ৮জন। এর আগে গত ৮মার্চ বাংলাদেশে তিনজন করোনা রোগী শনাক্ত হন। এদের মধ্যে দুজন ইতালি ফেরত প্রবাসী ছিলেন। বাকি একজন ছিলেন ওই আক্রান্তদের একজনের স্ত্রী। পরে গত শুক্রবার আইইডিসিআর জানায়, আক্রান্ত তিন ব্যক্তির মধ্যে তিনজনই সুস্থ হয়েছেন।

এর পরে শনিবার (১৪ মার্চ) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক আরও দুজনের আক্রান্ত হওয়ার কথা জানিয়েছেন। তারা দুজনেই প্রবাসী ছিলেন। একজন ফিরেছেন জার্মানি থেকে, অন্যজন ইতালি থেকে।

বিশ্বব্যাপী ভাইরাসটিতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৭হাজার ১১৬ জনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads