• রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪২৯
ইজতেমা ময়দান সেনাবাহিনীর কাছে হস্তান্তর

স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক

সংগৃহীত ছবি

জাতীয়

ইজতেমা ময়দান সেনাবাহিনীর কাছে হস্তান্তর

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১৯ মার্চ ২০২০

করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের কোয়ারেন্টাইনে রাখা এবং চিকিৎসা দেওয়ার কাজে ব্যবহারের জন্য টঙ্গীর বিশ্ব ইজতেমা মাঠ সেনাবাহিনীর হাতে হস্তান্তর করা হয়েছে। ওই মাঠের নিয়ন্ত্রণ নিচ্ছে সেনাবাহিনী।

আজ বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে সংবাদ সম্মেলন করেন স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক। এ সময় তিনি এমন তথ্য জানান।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, বিশ্বের যেসব দেশ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে বিশেষ করে চীন, ওই দেশগুলোতে পরিস্থিতি স্বাভাবিক করা হয়েছে লকডাউনের মাধ্যমে। আমাদের দেশেও যে সমস্ত এলাকায় করোনা পরিস্থিতি খারাপ হবে ওই সব এলাকা লকডাউন করা হবে। মাদারীপুর, শরীয়তপুর, ফরিদপুরে করোনা আক্রান্ত রোগী পাওয়া যাচ্ছে। প্রয়োজনে ওই সব এলাকা লকডাউন করা হবে।

তিনি বলেন, করোনার সংক্রমণ ঠেকাতে সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় সব ধরনের অনুষ্ঠান সীমিত করতে হবে। নির্বাচনী মিছিল-সমাবেশ বন্ধে ইসিকে বলা হয়েছে। এছাড়া কারও জ্বর থাকলে গণপরিবহনে ভ্রমণ করা যাবে না।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, দেশে ৫ হাজার মানুষকে করোনা সন্দেহে পরীক্ষা করা হয়েছে। দুয়েকদিনের মধ্যে ফলাফল পাওয়া যাবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads