• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪২৯
প্রধানমন্ত্রীর ৩১ দফা পালনের আহ্বান ওবায়দুল কাদেরের

সংগৃহীত ছবি

জাতীয়

প্রধানমন্ত্রীর ৩১ দফা পালনের আহ্বান ওবায়দুল কাদেরের

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ০৩ এপ্রিল ২০২০

করোনাভাইরাস প্রতিরোধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৩১ দফা অক্ষরে অক্ষরে পালন করতে দলীয় নেতাকর্মীসহ দেশের সবাইকে আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শুক্রবার (৩রা এপ্রিল) সকালে, নিজের সরকারি বাসভবনে সংবাদ সম্মেলনে একথা জানান ওবায়দুল কাদের। এসময় তিনি সবার ভালর জন্য সামাজিক দূরত্ব মেনে নিজেদের সুরক্ষিত রাখতে এবং ঘরে বসে স্বাধীনতা উপভোগ করারও আহবান জানান।

করোনা প্রতিরোধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার স্বাস্থ্যসেবায় নবতর ব্যবস্থার উন্নতি করে চলেছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, মানবিক এই সংকটে ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মীরা নিজেদের উজাড় করে নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছে। একটি মতলবি মহল সামাজিক যোগাযোগের মাধ্যমে দেশের এই সংকটে গুজব, অপপ্রচার ছড়িয়ে জনগণের মাঝে বিভ্রান্তি ছড়াচ্ছে। এসব যাতে আর না করতে পারেন সে ব্যপারে নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে।

এর আগে, ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির উদ্যোগে বিভিন্ন হাসপাতাল ও সামাজিক সংগঠনের মাঝে করোনা প্রতিরোধে উপকরণ সামগ্রী বিতরণ করেন তিনি। ত্রাণ ও সমাজকল্যান সম্পাদক সুজিত রায় নন্দী এসব কার্যক্রম পরিচালনা করেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads