• বুধবার, ১৫ মে ২০২৪, ১ জৈষ্ঠ ১৪২৯
'ডাক্তার-নার্সদের বের করতে চাওয়া বাড়িওয়ালাদের সম্পদের অনুসন্ধান হবে'

সংগৃহীত ছবি

জাতীয়

দুদক চেয়ারম্যান হুশিয়ারি

'ডাক্তার-নার্সদের বের করতে চাওয়া বাড়িওয়ালাদের সম্পদের অনুসন্ধান হবে'

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১৬ এপ্রিল ২০২০

ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মীকে যেসব বাড়িওয়ালা নিগৃহীত বা বের করে দিতে চাইছেন সেসব বাড়িওয়ালার সম্পদের অনুসন্ধান করা হবে বলে জানিয়েছেন দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ।  বৃহস্পতিবার (১৬ই এপ্রিল) সকালে এ হুশিয়ারি দেন সংস্থার চেয়ারম্যান ইকবাল মাহমুদ।

করোনা পরিস্থিতে ডাক্তার নার্স এক মহান দ্বায়িত্বে নিজেদের নিয়োজিত রেখেছে জানিয়ে দুদক চেয়ারম্যান বলেন, তারা কোন সংক্রমিত রোগী না। তারা সাবধানে দেশের বর্তমান অবস্থা সামনে থেকে মোকাবেলা করে যাচ্ছেন। তাই তাদের সাথে কোন রকম খারাপ আচরণ করা যাবে না। যে সকল বাড়িওয়ালা এ ধরনের দুর্ব্যবহার করছেন বলে অভিযোগ পাওয়া যাবে , তাদের বিরুদ্ধে কঠো ব্যবস্থা নেওয়া হবে।

এবার সেসব বাড়িওয়ালাদের দুর্নীতি খুঁজে বের করতে গণমাধ্যমের প্রতি আহবান জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ। আমরা এ সকল বাড়িওয়ালাদের বিরুদ্ধে আমাদের আওতায় যে সকল আইন আছে সে সকল আইন আরা প্রয়োগ করবো। আর কেউ যদি মনে করে আজকের দিনই শেষদিন, না আজকের দিন শেষদিন নয়, সামনে দিন আছে। আমরা নোট রাখছি, এগুলো যারা করছে তাদের বাড়ির হিসেব আমরা গ্রহণ করবো, বাড়ি কিভাবে বানালেন। তখন আমরা বিষয়গুলো খতিয়ে দেখবো।'

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads