• বুধবার, ১৫ মে ২০২৪, ১ জৈষ্ঠ ১৪২৯
চট্টগ্রামে করোনাভাইরাসে আরও একজনের মৃত্যু

প্রতীকী ছবি

জাতীয়

চট্টগ্রামে করোনাভাইরাসে আরও একজনের মৃত্যু

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১৭ এপ্রিল ২০২০

চট্টগ্রামে করোনাভাইরাস আক্রান্ত হয়ে আরও এক রোগীর মৃত্যু হয়েছে।

শুক্রবার সকাল সাড়ে ৯টায় ফৌজদারহাটের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজে (বিআইটিআইডি) আইসোলেশনে চিকিৎসাধীন থাকা অবস্থায় তার মৃত্যু হয়।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির  এমন তথ্য নিশ্চিত করেছেন।

৬৫ বছর বয়সী ওই বৃদ্ধর বাড়ি নগরীর পাহাড়তলী থানার সরাইপাড়া এলাকায়। এনিয়ে চট্টগ্রামে করোনাভাইরাসে ৫ জনের মৃত্যু হল। মৃত ব্যক্তি নৈশ প্রহরীর চাকরি করতেন। তার মৃত্যুর খবরে ওই এলাকার ৪০টি বাড়ি লকডাউন করা হয়েছে।

বিআইটিআইডি পরিচালক অধ্যাপক ডা. আবুল হাসান চৌধুরী জানান, বৃহস্পতিবার নগরীর সরাইপাড়ার একজন বৃদ্ধ করোনা শনাক্ত হয়। তিনি ১৪ এপ্রিল থেকে বিআইটিআইডিতে চিকিৎসাধীন ছিলেন। শুক্রবার সকালে মারা গেছেন।

এদিকে নগরীর বায়োজিদ থানার আরেফিন নগরে এই বৃদ্ধার দাফনের প্রস্তুতি নিয়েছেন আল মানাহিল ফাউন্ডেশন নামে একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান।

ফাউন্ডেশনের পরিচালক শিহাব উদ্দিন জমির উদ্দিন জানান, করোনা আক্রান্ত মৃত রোগীর দাফনের ব্যবস্থা করার জন্য তিনটি অ্যাম্বুলেন্স এবং ২০ সদস্যের একটি প্রশিক্ষিত টিম গঠন করা হয়েছে। গতকাল এ টিম জেলা সিভিল সার্জন কার্যালয়ে প্রশিক্ষণ নিয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads