• মঙ্গলবার, ৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪২৯
 করোনা উপসর্গ নিয়ে ভোরের কাগজের রিপোর্টার আসলাম মারা গেছেন

ভোরের কাগজের ক্রাইম রিপোর্টার আসলাম রহমান

সংগৃহীত ছবি

জাতীয়

করোনা উপসর্গ নিয়ে ভোরের কাগজের রিপোর্টার আসলাম মারা গেছেন

  • বাংলাদেশের খবর
  • প্রকাশিত ০৮ মে ২০২০

জ্বর ও শ্বাসকষ্টসহ করোনাভাইরাস উপসর্গ নিয়ে মারা গেলেন দৈনিক ভোরের কাগজের স্টাফ রিপোর্টার আসলাম রহমান(ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন )।

বৃহস্পতিবার (৭মে) রাত পৌনে ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কিছুদিন ধরে শ্বাসকষ্ট ও জ্বরে ভুগছিলেন আসলাম রহমান। তবে করোনা পরীক্ষায় নেগেটিভ ফল আসে তার।

রাতে শান্তিবাগের বাসায় তার শ্বাসকষ্ট বেড়ে গেলে দ্রুত কাকরাইল ইসলামী ব্যাংক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানকার চিকিৎসক অবস্থা আশঙ্কাজনক উল্লেখ করে তাকে ঢাকা মেডিকেল নিয়ে যেতে বলেন।

পরে ঢামেকের বার্ন ইউনিটে স্থাপিত করোনা ইউনিটে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি একাধারে জাতীয় প্রেসক্লাবের সদস্য,ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য, ক্র্যাব সদস্য ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির সদস্য ছিলেন। আসলাম রহমানের মৃত্যুতে তার আত্মার মাগফেরাত কামনা ও পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন গণমাধ্যমকর্মীসহ অনেকেই।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads