• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪২৯
সুস্থ হয়ে এক দিনেই হাসপাতাল ছাড়লেন ৭২ জন পুলিশ সদস্য

করোনাভাইরাসজয়ী চট্টগ্রামের এক পুলিশ সদস্যকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন সহকর্মীরা (ফাইল ছবি)

সংগৃহীত ছবি

জাতীয়

সুস্থ হয়ে এক দিনেই হাসপাতাল ছাড়লেন ৭২ জন পুলিশ সদস্য

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১০ মে ২০২০

নতুন করোনাভাইরাসে আক্রান্ত ৭২ জন পুলিশ সদস্য সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। রোববার ঢাকার রাজারবাগের কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল থেকে তারা ছাড়া পান।

হাসপাতাল ছাড়ার সময় তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় বলে ‍পুলিশ সদর দপ্তর থেকে জানানো হয়েছে।

এনিয়ে দেড় শতাধিক পুলিশ সদস্য সুস্থ হলেন। পুলিশের করোনাভাইাসে মোট আক্রান্তের সংখ্যা এক হাজার ৫৯৪ জন। এর মধ্যে মারা গেছেন আটজন।

আক্রান্তদের মধ্যে ঢাকা মহানগরের পুলিশ সদস্যই ৭৪৫ জন। করোনাভাইরাসে বাংলাদেশে আক্রান্ত সাড়ে ১৪ হাজারের মধ্যে পেশার হিসাবে পুলিশেই আক্রান্ত সবচেয়ে বেশি।

রাজারবাগের পুলিশ হাসপাতালে জায়গা হচ্ছিল না বলে তেজগাঁওর ইমপালস হাসপাতাল ভাড়া নেওয়া হয়েছে করোনাভাইরাসে আক্রান্ত পুলিশ সদস্যদের জন্য। শনিবার থেকে সেখানে রোগ ভর্তি করাও শুরু হয়েছে।

কোভিড-১৯ রোগের বিস্তার ঠেকানোর কাজটিতে পুলিশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে; ফলে আক্রান্তদের কাছাকাছিও তাদের যেতে হয়েছে। তাই তাদের আক্রান্তের হার বেশি বলে মনে করছেন পুলিশ কর্মকর্তারা।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads