• রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪২৯
টিকা নেওয়ার ২৭ দিন পর করোনায় আক্রান্ত ডিএমপি কমিশনার

সংগৃহীত ছবি

জাতীয়

টিকা নেওয়ার ২৭ দিন পর করোনায় আক্রান্ত ডিএমপি কমিশনার

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১০ মার্চ ২০২১

ঢাকা মহানগর পুলিশ কমিশনার (ডিএমপি) মোহা. শফিকুল ইসলাম করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর আগে, গত ৭ ফেব্রুয়ারি করোনার টিকা নেন। এর ঠিক ২৭ দিন পর অর্থাৎ ৬ মার্চ তিনি করোনায় আক্রান্ত হন। এখন তিনি রাজারবাগ পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আজ বুধবার পুলিশ হাসপাতালের তত্ত্বাবধায়ক ও চিকিৎসক মনোয়ার হোসেন খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

মনোয়ার হোসেন খান বলেন, ‘টিকা নেওয়ার পর করোনায় আক্রান্ত হলেও তিনি এখন সুস্থ আছেন। এবং তাঁর শরীরে তেমন কোনো উপসর্গও নেই। করোনা শনাক্ত হওয়ার দিন থেকেই তিনি আমাদের হাসপাতালে চিকিৎসাধীন।’

মোহা. শফিকুল ইসলামের কোনো শারীরিক জটিলতা নেই দাবি করে তিনি বলেন, ‘স্যারের অ্যান্টিবডি লেভেলও ভালো। আমরা আশা করছি, তিনি দ্রুতই সুস্থ হয়ে কাজে ফিরবেন।’

এর আগে দেশব্যাপী গণটিকাদানের প্রথম প্রথম দিন গত ৭ ফেব্রুয়ারি ডিএমপি কমিশনারের করোনার টিকা গ্রহণ করেন। মূলত তার টিকা গ্রহণের মধ্যে দিয়ে পুলিশ সদস্যদের মধ্যে টিকা কার্যক্রম শুরু হয়।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads