• বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জৈষ্ঠ ১৪২৯

জাতীয়

সুবর্ণজয়ন্তী উদযাপনে জনগণ বাদ : মির্জা ফখরুল

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২৬ মার্চ ২০২১

ঢাকায় অঘোষিত কার্ফুর মতো অবস্থা জারি করে সরকার জনগণকে বাদ দিয়েই স্বাধীনতার সূবর্ণজয়ন্তী উদযাপন করছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার বেলা ১২টায় শেরেবাংলা নগরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদনের পর তিনি বলেন, আজকের এদিনে বাংলাদেশের যে অবস্থা বিশেষ করে ঢাকা শহরের, এটা আমাদের কারও কাছে প্রত্যাশিত নয়। আমরা সারা শহর দেখলাম একটা অঘোষিত কার্ফুর মতো রয়েছে এবং জনগণের চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। জনগনকে বাদ দিয়েই আজকে এই দিনটি সরকার উদযাপন করছে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সফরকে কেন্দ্র নিশ্ছিন্দ্র নিরাপত্তার অংশ হিসেবে কারণে সড়কে যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। ফলে মির্জা ফখরুলদের সঙ্গে নেতাকর্মীরা জিয়ার সমাধিতে যেতে পারেননি।

পুলিশের অনুমতিতে দলের মহাসচিবের সঙ্গে স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান ও চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালাম জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন ও দোশা করে চলে যান।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads