• রবিবার, ১২ মে ২০২৪, ২৯ বৈশাখ ১৪২৯

জাতীয়

বাতিল হলো বিমানের বিশেষ ফ্লাইটের প্রথমটি

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১৭ এপ্রিল ২০২১

করোনার মহামারিতে দেশে সর্বাত্মক বিধিনিষেধের কারণে বন্ধ আছে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট চলাচল। এ সময়ে প্রবাসীদের বিদেশে নিয়ে যেতে বিশেষ ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নেয় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। তবে বিশেষ ফ্লাইটের প্রথমটিই বাতিল করা হয়েছে।

আজ শনিবার (১৭ এপ্রিল) ভোর ৬টা ১৫ মিনিটে সৌদি আরবগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটটি ঢাকা ছাড়ার কথা ছিল। উড্ডয়নের কিছু ঘণ্টা আগে ফ্লাইটটি বাতিল করা হয়।

জানা যায়, ওই ফ্লাইটের মোট যাত্রী ছিলেন ৩১৪ জন। বিশেষ ফ্লাইটটি বাতিল বিষয়ে তাদের আগে জানানো হয়নি। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসার পর প্রবাসীরা এ বিষয়টি জেনে বিক্ষোভ করেন।

এর আগে লকডাউনে বাংলাদেশে আটকে পড়া প্রবাসী শ্রমিকদের পাঠানোর ব্যবস্থা ও বাংলাদেশে আসতে আগ্রহীদের ফেরত আনতে শনিবার থেকে বিশেষ ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত জানায় বেবিচক।

এরই মধ্যে বিমান বাংলাদেশ ও ইউএস-বাংলা এয়ারলাইন্স মধ্যপ্রাচ্যসহ পাঁচ দেশে ফ্লাইট চলাচলের ঘোষণা দিয়েছে। ওই পাঁচ দেশ হলো- সৌদি আরব, ওমান, কাতার, সংযুক্ত আরব আমিরাত এবং সিঙ্গাপুর।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads