• বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জৈষ্ঠ ১৪২৯

জাতীয়

উত্তর-পূর্বাঞ্চলে নদ-নদীর পানি বৃদ্ধি পাবে

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ০৮ মে ২০২১

আগামী ৭২ ঘণ্টায় ভারী বৃষ্টিপাতের কারণে উত্তর-পূর্বাঞ্চলের প্রধান সব নদ ও নদীসমূহের পানি সমতল দ্রুত বাড়তে পারে।

বাংলাদেশের আবহাওয়া অধিদফতর ও ভারত আবহাওয়া অধিদফতরের গানিতিক মডেলের তথ্য অনুযায়ী জানা যায়, দেশের উত্তর-পূর্বাঞ্চল ও এর কাছাকাছি ভারতের মেঘালয়,আসাম এবং ত্রিপুরায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । ফলে দ্রুত বাড়তে পারে উত্তর-পূর্বাঞ্চলের প্রধান সব নদ ও নদীসমূহের পানি সমতল।

এদিকে, কুশিয়ারা ছাড়া দেশের উত্তর-পূর্বাঞ্চলের প্রধান সব নদ ও নদীর পানি সমতল স্থিতিশীল আছে এবং বিপদসীমার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

দেশের ৩৯টি পর্যবেক্ষণাধীন পানি সমতল ষ্টেশনের মধ্যে বৃদ্ধি পেয়েছে ১৬টির,কমেছে ২২টির এবং অপরিবর্তিত রয়েছে ০১টির।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads