• রবিবার, ৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪২৯

জাতীয়

পেট থেকে বেরিয়ে এলো ১১০ পুঁটুলি ইয়াবা

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ২১ মে ২০২১

রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে পেটের ভেতরে বহন করে আনা সাড়ে ৫ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তারকৃতরা হলেন-মো. মামুন মল্লিক ও দীপ্ত হালদার ওরফে দীপ। গত মঙ্গলবার কলেজ গেটের মুক্তিযোদ্ধা টাওয়ার সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

র্যাব বলছে, গ্রেপ্তার দুজনের গ্রামের বাড়ি পিরোজপুরে। তারা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে নিত্যনতুন কৌশলে মাদক বহন করে আসছে। এ ঘটনায় মাদক আইনে মোহাম্মদপুর থানায় একটি মামলা করা হয়েছে। র্যাব-২-এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মো. আবদুল্লাহ আল মামুন জানান, মোহাম্মদপুরে মাদকের একটি চালান হস্তান্তর করা হবে এমন তথ্যের ভিত্তিতে ওই দুজনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাদক বহনের কথা অস্বীকার করে। কিন্তু আচার-আচরণ সন্দেহজনক হওয়ায় ব্যাপক জিজ্ঞাসাবাদের পর তারা ইয়াবার কথা স্বীকার করে। তারা জানায়, আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়াতে বিশেষ কায়দায় ছোট পলিথিনের পুঁটুলি তৈরি করে মুখ দিয়ে গিলে পাকস্থলীতে ইয়াবা বহন করছিল।

প্রথমে তাদের শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগে ভর্তি করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক এক্সরে করে তাদের পেটের ভেতরে ইয়াবার অস্তিত্ব দেখতে পায়। পরে তাদের হাসপাতালে রেখে পায়ুপথ দিয়ে মামুন মল্লিকের পেট থেকে ৭৫টি পুঁটুলি ও দীপ্ত হালদারের পেট থেকে ৩৫টি পুঁটুলি বের করা হয়। মোট ১১০টি পুঁটুলি থেকে ৫ হাজার ৫৫০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads