• মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪২৯

জাতীয়

ব্ল্যাক ফাঙ্গাস নিয়ে সতর্কবার্তা দিল স্বাস্থ্য অধিদপ্তর

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২৩ মে ২০২১

প্রতিবেশী দেশ ভারতে ছড়িয়ে পড়া ব্ল্যাক ফাঙ্গাস (কালো ছত্রাক) বাংলাদেশে যেন ছড়িয়ে পড়তে না পারে সেজন্য স্বাস্থ্য অধিদপ্তর থেকে জেলা হাসপাতালগুলোতে সতর্কবার্তা পাঠিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। ব্ল্যাক ফাঙ্গাসের চিকিৎসা ও ব্যবস্থাপনার বিষয়ে আনুষ্ঠানিকভাবে সুনির্দিষ্ট গাইডলাইন দেবে স্বাস্থ্য অধিদপ্তর।

আজ রোববার (২৩ মে) করোনাভাইরাস নিয়ে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র ও পরিচালক (সংক্রামক ব্যাধি নিয়ন্ত্রণ) অধ্যাপক ডা. নাজমুল ইসলাম।

তিনি বলেন, ভারতে ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত বিপুল সংখ্যক রোগী শনাক্ত হয়েছে। কোথাও কোথাও এ রোগটিকে মহামারি হিসেবে ঘোষণা করা হয়েছে। ব্ল্যাক ফাঙ্গাস নিয়ে চিকিৎসকরা বিস্তারিত আলোচনা করেছেন। জাতীয় কারিগরি পরামর্শক কমিটি একটি সুপারিশ দেবে। অন্য সবার সুপারিশ ও পরামর্শে চিকিৎসা ও ব্যবস্থাপনা গাইডলাইন প্রণীত হবে।

অধ্যাপক নাজমুল ইসলাম জানান, করোনার ভারতীয় ধরনে আক্রান্ত নয়জন রোগী পাওয়া গেছে। করোনা প্রতিরোধে যেসব স্বাস্থ্যবিধি মেনে চলার কথা বলা হয়েছে, তা মেনে চললেই এ রোগ প্রতিরোধ সম্ভব হবে।

প্রসঙ্গত, ভারতে করোনাভাইরাস মহামারি সঙ্গে নতুন আতঙ্ক সৃষ্টি করেছে ব্ল্যাক ফাঙ্গাস। তবে ইতোমধ্যে বাংলাদেশে কয়েক জনের শরীরে করোনার ভারতীয় ধরন শনাক্ত হলেও ব্ল্যাক ফাঙ্গাস শনাক্ত হয়নি। সেজন্য ব্ল্যাক ফাঙ্গাস নিয়ে দেশের প্রত্যেক মানুষকে সচেতন থাকতে হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads