• শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জৈষ্ঠ ১৪২৯

জাতীয়

দূরপাল্লার যান চলাচল শুরু

অর্ধেক যাত্রী নিয়ে চলবে বাস, ট্রেন ও লঞ্চ

  • মোহসিন কবির
  • প্রকাশিত ২৪ মে ২০২১

অবশেষে লকডাউনের মধ্যেই স্বাস্থ্যবিধি মেনে দূরপাল্লার বাস, ট্রেন ও লঞ্চ চলাচলের অনুমতি দিয়েছে সরকার। আসন সংখ্যার অর্ধেক যাত্রী পরিবহনের শর্তে আজ থেকে দূরাপাল্লার যানবাহন চলাচলের বিধিনিষেধ আর থাকছে না। পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলার শর্তে হোটেল, রেস্তোরাঁ খোলার অনুমতিও দেওয়া হয়েছে।

গত ৫ এপ্রিল থেকে দফায় দফায় লকডাউনের মেয়াদ বৃদ্ধির সঙ্গে কল-কারখানা, দোকান-পাট, মার্কেট, শপিংমল ও দেশের সব জেলায় বাস চলাচলের অনুমতি দেয় সরকার। সবশেষ গত ৬ মে ঈদের আগে সরকার রাজধানী ও সব জেলার ভেতরে বাস চলাচলের অনুমতি দিলেও দূরপাল্লার যানবাহন বন্ধ রাখার সিদ্ধান্ত দেয় সরকার। এ নিয়ে ব্যাপক ক্ষোভ ও অসন্তোষ দেখা দেয় এসব খাত সংশ্লিষ্টদের মাঝে। তাই করোনার সংক্রমণ কমে আসায় এবার চলমান বিধিনিষেধ আরো সাতদিন বাড়ানো হলেও দূরপাল্লার বাস, লঞ্চ ও ট্রেন চলাচলের অনুমতি দিলো সরকার। গতকাল নতুন করে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। মন্ত্রিপরিষদ বিভাগের উপ-সচিব মো. রেজাউল করিম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়েছে, ‘করোনাভাইরাসজনিত রোগ কোভিড-১৯ সংক্রমণের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে পূর্বের সব বিধিনিষেধ ও কার্যক্রমের ধারাবাহিকতায় ২৩ মে মধ্যরাত থেকে আগামী ৩০ মে মধ্যরাত পর্যন্ত এ বিধিনিষেধ আরোপের সময়সীমা বাড়ানো হলো।’

প্রজ্ঞাপনে আরো বলা হয়, দোকানপাট, শপিংমল ও সরকারি ও বেসরকারি অফিস-আদালতের ক্ষেত্রে পূর্বের নিয়ম বহাল থাকবে। তবে দোকানপাট-শপিংমলে স্বাস্থ্যবিধি যথাযথভাবে প্রতিপালন না হলে তাৎক্ষণিক বন্ধ করে দেওয়া হবে। মাস্ক ব্যবহার শতভাগ নিশ্চিত করার পাশাপাশি প্রয়োজনে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার নির্দেশনাও হয়। তবে আগের মতোই জনসমাবেশ হয় এ ধরনের সামাজিক ও রাজনৈতিক ও ধর্মীয় আচার অনুষ্ঠান বন্ধ রাখার কথা বলা হয়েছে প্রজ্ঞাপনে।

এদিকে, দেরীতে হলেও দূরপাল্লার বাস, লঞ্চ ও ট্রেন চলাচলের অনুমতি দেওয়ার সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন সংশ্লিষ্টরা। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ বাংলাদেশের খবরকে বলেন, ‘আমাদের প্রতিদিন প্রায় ৫০০ কোটি টাকা হিসেবে গত ৪৯ দিনের লকডাউনে প্রায় ২৫ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে। তবে দেরীতে হলেও দূরপাল্লার বাস চলাচলের অনুমতি দেওয়ার সিদ্ধান্তকে সাধুবাদ জানাই।’ এদিকে, অনেক পরিবহন শ্রমিক অর্ধেক আসন খালি রাখার নিয়ম মানতে চান না। বাড়তি আয়ের আশায় চালক-হেলপাররা যোগসাজশে শর্ত ভঙ্গ করে অতিরিক্ত যাত্রী পরিবহন করে থাকে। এ প্রসঙ্গে খন্দকার এনায়েত বলেন, ‘দূরপাল্লার পরিবহনে কখনোই অতিরিক্ত যাত্রী পরিবহন করা হয়না। তবে কেউ করে থাকলে সেটি দেখার জন্য হাইওয়ে পুলিশ রয়েছে। তারাই এটি নিশ্চিত করবেন।’

তিনি জানান, সরকারের নির্দেশনা মেনে কাল (সোমবার) থেকেই আমরা বাস চালু করা হবে। 

এদিকে, রোববার মধ্যরাত থেকেই লঞ্চ চলাচল শুরুর বিষয়টি নিশ্চিত করেছেন, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-চলাচল (যাত্রী পরিবহন) সংস্থার সচিব সিদ্দিকুর রহমান পাটোয়ারী। তিনি জানান, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী রাত থেকে চালানো যাবে। মধ্যরাতের পর যে লঞ্চের সিডিউল থেকে সেগুলো চালানোর চেষ্টা করা হবে। যদি না চালানো যায় তবে সোমবার সকাল থেকে সব রুটে লঞ্চ চলবে।

এছাড়া, সরকারের সব নির্দেশনা মেনে আজ থেকে ট্রেন চালুর কথা জানিয়েছেন, রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন। তিনি গতকাল রেল ভবনে বাংলাদেশ রেলওয়ের ‘মধুখালী হতে কামারখালী হয়ে মাগুরা শহর পর্যন্ত নতুন রেললাইন নির্মাণ প্রকল্পের চুক্তি স্বাক্ষর’ অনুষ্ঠানে একথা জানান। মন্ত্রী বলেন, ‘বর্তমানে আমাদের ১০৮টি আন্তঃনগর ট্রেন রয়েছে। এর মধ্যে ২৮ জোড়া তথা ৫৬টি ট্রেন চালাবো। টিকিট অনলাইন থেকে সংগ্রহ করতে হবে। সংক্রমণের কারণে কাউন্টারে কোনো টিকিট রাখা হয়নি। এছাড়া ১৮টি কমিউটার ট্রেন চালানো হবে।’

এদিকে, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জানিয়েছেন, মানুষের জীবন-জীবিকা এবং চলাচলে অসুবিধা হওয়ায় কঠোর বিধিনিষেধ কিছুটা শিথিল হলেও  যে কোনো সময় এই সিদ্ধান্তে পরিবর্তন আসতে পারে। গতকাল প্রজ্ঞাপন জারির পর সাংবাদিকদের এ কথা জানান তিনি।

ফরহাদ হোসেন আরো বলেন, ‘দীর্ঘদিন গাড়ি বন্ধ থাকার কারণে কাজকর্মে বেশ কিছু সমস্যা হচ্ছে। সব কিছু বিবেচনা করেই আমরা এক সপ্তাহের জন্য শিথিলের সিদ্ধান্ত নিয়েছি। আমরা পর্যবেক্ষণ করছি এবং জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা সাপেক্ষে অল্প করে শিথিল করে দেখা হচ্ছে। করোনা বেড়ে গেলে যে কোনো সময় সিদ্ধান্তের পরিবর্তন করতে হবে।’

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads