• সোমবার, ১৩ মে ২০২৪, ৩০ বৈশাখ ১৪২৯

জাতীয়

রামেকের করোনা ইউনিটে আরও ১৪ মৃত্যু

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২৮ জুন ২০২১

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় আক্রান্ত হয়ে ৭ জন ও উপসর্গে সাতজন মারা গেছেন।

আজ সোমবার সকালে রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, স্বাস্থ্যবিধি মেনে তাদের দাফন সম্পন্ন করার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।

ডা. সাইফুল ফেরদৌসের দেওয়া তথ্য মতে, মৃতদের মধ্যে ১১ জন পুরুষ ও ৩ জন নারী। এর মধ্যে করোনায় মারা গেছেন রাজশাহীর ৩ জন ও চাঁপাইনবাবগঞ্জের ৪ জন। অন্যদিকে উপসর্গে মারা গেছেন রাজশাহীর ৪ জন, চাঁপাইনবাবগঞ্জের একজন, নওগাঁর একজন ও নাটোরের একজন।

উল্লেখ্য, চলতি মাসের ২৮ দিনে রামেক হাসপাতালের করোনা ইউনিটে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩১৮ জন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads