• সোমবার, ১৩ মে ২০২৪, ৩০ বৈশাখ ১৪২৯

জাতীয়

নিষিদ্ধ অটোতেই ভরসা

  • স্বপন রানা, উত্তরা প্রতিনিধি
  • প্রকাশিত ২৮ জুন ২০২১

সীমিত পরিসরের তিন দিনের ‘লকডাউনের’ প্রথম দিনে শুধু পণ্যবাহী যানবাহন আর প্রধান সড়ক ব্যতীত অন্যান্য সড়কে রিকশা চলাচলের অনুমতি থাকলেও রাজপথ দাঁপিয়ে বেড়াচ্ছে ব্যক্তিগত যানবাহন ও নিষিদ্ধ অটো রিক্সা। সকাল থেকেই আব্দুল্লাহপুর চেকপোস্টে চলাচলের  কড়াকড়ি থাকলেও বেলা বাড়তেই তা অন্য রূপ ধারণ করে। মাঝেমধ্যে দু'একটি গাড়ি আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়।

তবে অভিযোগ উঠেছে টাকার বিনিময়ে আটককৃত অটো রিক্সা ছেড়ে দিচ্ছে পুলিশ। দূরপাল্লার পরিবহন বন্ধ থাকায় চারগুণ বেশি ভাড়া দিয়ে  অটোরিক্সয় যাত্রীরা ভেঙে ভেঙে বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছে।

ভুক্তভোগীরা বলেন, আমরা পরিবেশ পরিস্থিতির শিকার হয়ে জীবনের ঝুঁকি নিয়ে বাড়ি যাচ্ছি।

অন্যদিকে সরকারী বেসরকারী অফিস খোলা থাকায় বিপাকে পড়েছেন অনেকে।

উত্তরা আব্দুল্লাহপুরে চেকপোস্টে দায়িত্বরত ডিএমপির ট্রাফিক বিভাগের ট্রাফিক ইন্সপেক্টর সাজ্জাদ জানালেন, সকাল থেকে দুপুর পর্যন্ত বেশ কয়েকটি সিএনজি ও প্রাইভেট গাড়ীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আমরা অনেকগুলো আটক করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads