• বুধবার, ১৫ মে ২০২৪, ১ জৈষ্ঠ ১৪২৯

জাতীয়

মমেক করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় ১৮ জনের মৃত্যু

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ৩০ জুলাই ২০২১

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে ২৪ ঘন্টায় আরও ১৮ জনের মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টার এই হিসাব জানিয়েছে কর্তৃপক্ষ।

এদের মধ্যে ৮ জন করোনা শনাক্ত হয়ে এবং ১০ জন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পার্সন ডা. মহিউদ্দিন খান মুন।

তিনি জানান, বৃহস্পতিবার সকাল ৮ টা থেকে শুক্রবার সকাল ৮ টা পর্যন্ত করোনায় মারা গেছেন- ময়মনসিংহের ৫ জন, জামালপুর, শেরপুর ও নেত্রকোনার একজন করে। এ সময়ের মধ্যে উপসর্গ নিয়ে মারা গেছেন- ময়মনসিংহের ৫ জন, টাঙ্গাইলের ২ জন, জামালপুরের ২ জন এবং নেত্রকোনার একজন।

ডা. মহিউদ্দিন খান মুন জানান, করোনা ইউনিটে বর্তমানে ৪৭২ জন রোগী ভর্তি আছেন৷ এর মধ্যে আইসিইউতে রয়েছেন ২২ জন রোগী। নতুন ভর্তি হয়েছেন ৬৬ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬১ জন।

এদিকে ময়মনসিংহ জেলায় ১ হাজার ৬৯৪ টি নমুনা পরীক্ষা করে ৪৪৮ জনের শরীরে করোনার উপস্থিতি পাওয়া গেছে। শনাক্তের হার ২৬ দশমিক ৪৪ শতাংশ বলে জানিয়েছে সিভিল সার্জন দপ্তর।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads