• বুধবার, ১৫ মে ২০২৪, ১ জৈষ্ঠ ১৪২৯
স্বামী হারালেন ম্যাগসেসে পুরস্কারপ্রাপ্ত ড. ফেরদৌস কাদরী

সংগৃহীত ছবি

জাতীয়

স্বামী হারালেন ম্যাগসেসে পুরস্কারপ্রাপ্ত ড. ফেরদৌস কাদরী

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ০১ সেপ্টেম্বর ২০২১

'ম্যাগসেসাই পুরস্কার' পাওয়ার পরদিনই স্বামী অধ্যাপক সালেহীন কাদরীকে হারালেন আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআর,বি) জ্যেষ্ঠ বিজ্ঞানী ড. ফেরদৌসী কাদরী।

বুধবার সকালে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন আইসিডিডিআর,বি-এর মিডিয়া ম্যানেজার তারিফ হাসান জানান, ড. ফেরদৌসী কাদরীর স্বামী অধ্যাপক সালেহীন কাদরী বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন। করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থও হয়েছিলেন। সর্বশেষ রাজধানীর ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোর সাড়ে ৪টায় মৃত্যুবরণ করেন।

তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়, আজ বুধবার বাদ যোহর গুলশানের আজাদ মসজিদে অনুষ্ঠিত হবে। এরপর তাকে বনানী কবরস্থানে দাফন করার কথা রয়েছে।

দীর্ঘ ২৫ বছরেরও বেশি সময় ধরে দরিদ্র মানুষের স্বাস্থ্যসেবায় উন্নতমানের টিকা তৈরিতে অসামান্য অবদানের জন্য মঙ্গলবারই ‘র‌্যামন ম্যাগসেসে পুরস্কার’ পান বাংলাদেশের জ্যেষ্ঠ বিজ্ঞানী ড. ফেরদৌসী কাদরী। ‘এশিয়ার নোবেল’ খ্যাত এ পুরস্কার জয়ের কথা ঘোষণা করে র‌্যামন ম্যাগসেসে কমিটি।

অধ্যাপক সালেহীন কাদরী ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি বিভাগের শিক্ষক ছিলেন। তিনি এই বিভাগের চেয়ারম্যান ছিলেন। এ ছাড়া তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের ডিন ছিলেন।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads