• বৃহস্পতিবার, ২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪২৯

জাতীয়

তৃতীয় মডেল ইয়ুথ সার্ক সামিট অনুষ্ঠিত

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২৭ সেপ্টেম্বর ২০২১

প্রিন্সেস ডায়ানা পুরস্কারজয়ী ইয়ুথ পার্লামেন্টের আয়োজনে ৩য় মডেল ইয়ুথ সার্ক সামিট-২০২১ গতকাল শেষ হয়েছে। ২৪ সেপ্টেম্বর থেকে অনুষ্ঠিত হওয়া ৩ দিন ব্যাপী চলা দক্ষিণ এশিয়ার যুবকদের সক্রিয় অংশগ্রহণে ‘দক্ষিণ এশীয় অঞ্চলের যুবসমৃদ্ধি এবং ক্ষমতায়ন’ শীর্ষক সম্পাদ্য কার্যাবলীতে অংশগ্রহণ করে দক্ষিণ এশিয়ার ৮ দেশের অসংখ্য তরুণরা। আফগানিস্তান, বাংলাদেশ, ভুটান, ভারত, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান ও শ্রীলংকার ডেলিগেট ছাড়াও আয়োজনে অংশগ্রহণ করে আমেরিকা, ফ্রান্স, চীন, জাপান, সার্বিয়া, আয়ারল্যান্ড, মালোয়েশিয়া, কাজাকিস্তান, মিয়ানমার, কলোম্বিয়ার প্রতিনিধিত্বকারী তরুণরা।

৩য় যুব সার্ক শীর্ষ সম্মেলনের উদ্বোধনী ও সমাপনী আয়োজনের অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মরিশাসের প্রথম মহিলা রাষ্ট্রপতি ডঃ আমিনাথ ফেরদাউস গুরিব ফাকিম, মালদ্বীপের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও সাবেক রাষ্ট্রপতি জনাব মামুন আব্দুল গাইয়ুমের কন্যা মিস দুনিয়া মামুন, ভারত সরকারের সাবেক রাষ্ট্রদূত অনিল ত্রিগুনায়েত, এশিয়ান নেটওয়ার্ক অফ ইয়ুথ  ভলেন্টিয়ার্সস  সোসাইটির সভাপতি প্রফেসর রশিদুল হাসান, মালদ্বীপ সিভিল সার্ভিসের সাবেক প্রধান ও মলাদ্বীপ জাতীয় বিশ্ববিদ্যালয়ের সহকারি অধ্যাপক আলী শামিম, জাতিসংঘের এফএও এর সাবেক জাতীয় পরামর্শক শরিফুল আনোয়ার, ইয়ুথ পার্লামেন্টের সাধারণ সম্পাদক বিবেক মোর ও সভাপতিত্ব করেন ইয়ুথ পার্লামেন্টের সভাপতি সরকার তানভীর আহমেদ তানিম।

উবোধনী বক্তব্যে মরিশাসের প্রথম মহিলা রাষ্ট্রপতি ডঃ আমিনাথ ফেরদাউস গুরিব ফাকিম বলেন,  ‘৪র্থ শিল্প বিপ্লবের কারণে লক্ষ লক্ষ কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে। কিন্তু সময়মতো কোন পদক্ষেপ না নেওয়া হলে লক্ষ লক্ষ চাকুরি হারানোর মত শঙ্কা থাকছে। এই মহামারীর অভিজ্ঞতা বিভিন্ন অর্থনীতি জুড়ে দূর থেকে কাজ করার মানুষের ক্ষমতাও প্রদর্শন করেছে। নীতি নির্ধারকরা মহামারী দ্বারা সৃষ্ট স্বল্পমেয়াদী ব্যাঘাতের উপর যথাযথভাবে মনোনিবেশ করেছেন। অবশ্যই, পরিষেবা-ভিত্তিক চাকরির বিশ্বে আউটসোর্সিংকে ত্বরান্বিত করে শ্রমিকদের সংস্করণ গতিশীলতা সমর্থন করতে পারে।’

উক্ত সামিটে স্বাগতিক দেশ হিসেবে ভারত ও চেয়ারপার্সন হিসেবে নেপাল নেতৃত্ব প্রদান করে । দক্ষিণ এশিয়ার ৮ দেশের যুবকরা এজেন্ডাভিত্তিক আলোচনা ও ডিবেটে অংশগ্রহণ করে নিজদের মতামত ও সুপারিশ তুলে ধরেন। ৩য় যুব সার্ক সামিটে দক্ষিণ এশিয়ার সকল দেশের যুবকদের অংশগ্রহণে পরিবেশিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক আয়োজন। যেখানে বাংলাদেশের পক্ষ থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ওপরে একটি বিশেষ লেজার শো প্রদর্শন করা হয়। বিশেষভাবে আয়োজনে নৃত্য পরিবেশন করেন ভারতের ৪ বারের বিশ্ব রেকর্ডধারী  তরুণ নৃত্যশিল্পী ওংকিতা ভাজপেই সহ আরো অনেকে।

এ সম্মেলন দক্ষিণ এশিয়ার তরুণদের সুসম্পর্ক বৃদ্ধি করা, নেতৃত্ব বিকাশ ও অপর দেশের সম্পর্কে তথ্য সমৃদ্ধ জ্ঞান অর্জনে সহায়তা করেছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads