• রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪২৯

জাতীয়

আমরা বরাবরই জালিয়াতির বিরুদ্ধে সোচ্চার : ঢাবি উপাচার্য

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ০১ অক্টোবর ২০২১

প্রশ্নফাঁসকারী ও জালিয়াতি চক্রের ফাঁদে পা না দিতে পরীক্ষার্থী ও অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। তিনি বলেন, ‘আমরা বরাবরই অনিয়ম-জালিয়াতির বিরুদ্ধে সোচ্চার। বিভিন্ন সময় জালিয়াতি করা ৮৯ জন শিক্ষার্থীকে আমরা ভর্তি বাতিল করে আইনের আওতায় নিয়ে এসেছি।’

আজ শুক্রবার দুপুর সাড়ে ১১ টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের দুটি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে ঢাবি উপাচার্য এসব কথা বলেন।

অধ্যাপক মো. আখতারুজ্জামান বলেন, ‘গুজব যারা ছড়াবে, তা দেখার জন্য আইনশৃঙ্খলা বাহিনী আছে। এ ছাড়া আমাদের মোবাইল টিম এবং গোয়েন্দারা রয়েছেন। তাঁরা এগুলো দেখবেন। আমি খোঁজ নিয়েছি, ঢাকা বিশ্ববিদ্যালয় তাঁর মর্যাদার সঙ্গে যেভাবে যায় সেভাবেই পরীক্ষা চলছে।’

এ পরীক্ষায় অবৈধ বা বিতর্কিত কোনো কিছু ঘটেনি উল্লেখ করে অধ্যাপক আখতারুজ্জামান বলেন, ‘এবার প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়াও দেশের বিভাগীয় সাতটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হচ্ছে। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুটি কেন্দ্র পরিদর্শন করেছি এবং বাকি বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের সঙ্গে আমার কথা হয়েছে, আইনশৃঙ্খলা বাহিনী এবং শিক্ষকেরা প্রত্যেকটি কেন্দ্র পরিদর্শন করেছেন। এখন পর্যন্ত কোনো ধরনের অবৈধ বা বিতর্কিত কিছু ঘটেনি। অত্যন্ত সুন্দর ও সুষ্ঠুভাবে এই পরীক্ষা হচ্ছে।’

ঢাবির উপাচার্য বলেন, ‘আমি লক্ষ করেছি শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ সবাই স্বাস্থ্যবিধি মানছেন। তবুও আমি অনুরোধ করব, কোনোভাবেই যেন স্বাস্থ্যবিধি ভঙ্গ না করেন, সবাই মাস্ক ব্যবহার করবেন। অভিভাবকদের নিকট অনুরোধ আপনারা অযথা ভিড় করবেন না। সুন্দরভাবে পরীক্ষাগুলো সম্পন্ন করতে সবার সহযোগিতা প্রত্যাশা করছি।’

এবার ঢাবির ভর্তি পরীক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী রাজশাহী (রাবি), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি), ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি), খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি), সিলেটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি), বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি), রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) একসঙ্গে একই সময়ে হচ্ছে।

এবারের ‘ক’ ইউনিটে মোট আবেদনকারীর সংখ্যা এক লাখ ১৭ হাজার ৯৫৭ জন। আর মোট আসনসংখ্যা ১৮১৫টি। সেক্ষেত্রে এই ইউনিটে প্রতি আসনের বিপরীতে লড়ছেন ৬৪ দশমিক ৯৯ জন।

এর মধ্যে ‘ক’ ইউনিটে ঢাবিতে পরীক্ষা দিচ্ছেন ৫৮ হাজার ৬০৩ জন, চবিতে ১১ হাজার ২১৭ জন, রাবিতে ১৪ হাজার ৩২৮ জন, খুবিতে আট হাজার ৯২২ জন, শাবিপ্রবিতে তিন হাজার ৩০৫ জন, বেরোবিতে ১০ হাজার ৩৫১ জন, ববিতে তিন হাজার ৪২৫ জন, বাকৃবিতে সাত হাজার ৮০৬ জন পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads