• বৃহস্পতিবার, ৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪২৯
শিক্ষার্থীদের উৎসাহমূলক বৃত্তি প্রদান সেনা কল্যাণ সংস্থার

সংগৃহীত ছবি

জাতীয়

শিক্ষার্থীদের উৎসাহমূলক বৃত্তি প্রদান সেনা কল্যাণ সংস্থার

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১৭ জানুয়ারি ২০২২

এসএসসি পরীক্ষায় ফলাফলের ভিত্তিতে মোট ৩০৬ জন শিক্ষার্থীকে উৎসাহমূলক বৃত্তি প্রদান করছে সেনা কল্যাণ সংস্থা। তাদের মধ্য থেকে ঢাকা জোনের ৬১ জন শিক্ষার্থীকে সোমবার মহাখালীর সেনা কনভেনশন হলে আয়োজিত অনুষ্ঠানে বৃত্তির টাকা প্রদান করা হয়েছে।

বাকিদের ডাকযোগে বৃত্তির টাকা পাঠানো হবে বলে জানানো হয়েছে। শিক্ষার্থীদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে দেওয়া হচ্ছে। মোট ৩০৬ জন শিক্ষার্থী ৩০ লাখ ৬০ হাজার টাকা পাবেন। 

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে উৎসাহমূলক বৃত্তি প্রদান করেন সেনা কল্যাণ সংস্থার চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ সাইদুল ইসলাম। এ সময় সকল ডিভিশনের ডিরেক্টর জেনারেলরাও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 

সেনা কল্যাণ সংস্থার চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ সাইদুল ইসলাম বলেন, শিক্ষিত প্রজন্ম গড়ে তোলার প্রত্যয়ে সেনা কল্যাণ সংস্থা জন্মলগ্ন থেকে সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের সন্তানদের লেখাপড়ার সহায়তায় মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও স্নাতক-স্নাতকোত্তর পর্যায়ে শিক্ষামূলক বৃত্তিসহ কর্মক্ষেত্রেও পেশাগত দক্ষতায় দক্ষ করে তোলার জন্য পেশামূলক বৃত্তি প্রদান করে আসছে। এ ছাড়া মেধাবী শিক্ষার্থী যারা গোল্ডেন জিপিএ-৫ ফলাফল অর্জন করছে তাদেরকে উৎসাহমূলক বৃত্তি প্রদান করে থাকে।

তিনি বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন সময়ে প্রতিষ্ঠিত সংস্থাটি স্বাধীনতার পর সেনা কল্যাণ সংস্থা নাম পায়। জন্মলগ্ন থেকে এটি বিভিন্ন কল্যাণমূলক কাজ করে আসছে। অবসরপ্রাপ্ত সেনা সদস্য ও তাদের পরিবারের জন্য দেশ-বিদেশে চিকিৎসা সহায়তা প্রদান, বয়স্ক ও দুঃস্থ ভাতা প্রদান করে আসছে।

সেনা কল্যাণ সংস্থার কার্যক্রমের বিষয় তুলে ধরে অনুষ্ঠানে আয়োজকরা জানান, দেশের প্রত্যন্ত অঞ্চলে ৩০টি ডিসপেনসারির মাধ্যমে চিকিৎসাসেবা প্রদানসহ ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহীতে মোট পাঁচটি বিশ্রামাগার রয়েছে সংস্থাটির যেখানে অবসরপ্রাপ্ত সদস্যগণ বিভিন্ন প্রয়োজনে স্বল্প খরচে রাত্রি যাপন করতে পারেন।

তারা জানান, প্রতিষ্ঠালগ্ন থেকে সেনা কল্যাণ সংস্থা কল্যাণ খাতে ১৮ লাখ ৫৯ হাজার ২২০ জনকে প্রায় ৪৫০ কোটি টাকা সহায়তা প্রদান করেছে। ২০২০-২০২১ অর্থ বছরে ১ লাখ ৬০ হাজার জনকে প্রায় ৫০ কোটি টাকা সহায়তা প্রদান করেছে। এছাড়াও সেনা কল্যাণ সংস্থা যে কোনো দুর্যোগে অসহায় ও দরিদ্র জনসাধারণের পাশে দাঁড়িয়েছে। করোনাকালীন সময়ে সংস্থাটি প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ৫ কোটি টাকা হস্তান্তর করেছে এবং সমগ্র দেশব্যাপী প্রায় ৭০ হাজার অসহায় দুঃস্থ পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads