• বুধবার, ১৫ মে ২০২৪, ১ জৈষ্ঠ ১৪২৯

জাতীয়

রবিবার সংসদে উঠছে ইসি নিয়োগের আইন

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২২ জানুয়ারি ২০২২

সংসদে চলতি সপ্তাহের প্রথম কার্যদিবসেই প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনার নিয়োগে বহুল আলোচিত খসড়া আইনটি উঠছে।

সংসদের রবিবারের দিনের কর্সসূচি থেকে এ তথ্য জানা গেছে। শনিবার এ সূচিটি প্রকাশ করেছে সংসদ সচিবালয়।

রবিবার আইনমন্ত্রী আনিসুল হক ‘প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনার নিয়োগ বিল-২০২২’ সংসদে তুলে সেটি পরীক্ষার জন্য আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানোর প্রস্তাব করবেন।

প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনার নিয়োগের জন্য বিলটি আনা হচ্ছে সংবিধানের ১১৮ (১) অনুচ্ছেদ অনুযায়ী।

সংসদ সচিবালয়ের এক কর্মকর্তা জানান, সংসদীয় কমিটির রিপোর্টের জন্য খুব বেশি সময় দেওয়া হবে না। দ্রুত বিলটি পাস করা হবে। এটি পাস হওয়ার পরেই নতুন নির্বাচন কমিশন আইনের আলোকে নিয়োগ করা হবে।

গত সোমবার প্রস্তাবিত আইনটি মন্ত্রিসভায় অনুমোদন দেওয়া হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads